মস্কোতে বৈঠক, শক্তিশালী বাণিজ্য সম্পর্কের বার্তা জয়শংকরের

২১ আগস্ট : আমেরিকার (US) শুল্কবাণের আবহে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চাইছে ভারত। রাশিয়া সফরে গিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। আর মস্কোতে দাঁড়িয়েই তিনি জানান, মস্কোর সঙ্গে আরও শক্তিশালী বাণিজ্য সম্পর্ক গড়ে তুলতে হবে। পাশাপাশি রাশিয়ার সংস্থাগুলিকে ভারতীয় অংশীদারদের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার কথাও বলেছেন তিনি।

মস্কোতে এক বৈঠকে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্তুরভের পাশে বসে জয়শংকরের বার্তা, দুই দেশের বাণিজ্যকে আরও বৈচিত্র্যময় করতে হবে এবং যৌথ উদ্যোগ সম্প্রসারণ করতে হবে। তাঁর কথায়, ‘আরও কিছু করা এবং ভিন্ন ধরনের কাজ করা আমাদের মন্ত্র হওয়া উচিত।’ তিনি আরও বলেন, ‘শুল্ক এবং সরবরাহের বাধা অপরাসণ, আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহন করিডোর, উত্তর সমুদ্র রুট এবং চেন্নাই-ভ্লাদিভোস্টক করিডোরের মাধ্যমে সংযোগ প্রচার করতে হবে। সেই সঙ্গে মসৃণ আর্থিক বিনিময় ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এগুলিই হচ্ছে প্রধান বিষয়।’ সেই সঙ্গে বিদেশমন্ত্রী নিশ্চিত করেছেন যে, মস্কোতে বৈঠক চলাকালীন মুক্ত বাণিজ্য চুক্তির শর্তাবলী চূড়ান্ত করা হয়েছে। এটিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

Spread the News
error: Content is protected !!