যান্ত্রিক ত্রুটি, দিল্লিতে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের

১৯ জুন : যান্ত্রিক ত্রুটির কারণে দিল্লিতে জরুরি অবতরণ করল ইন্ডিগোর ফ্লাইট। বৃহস্পতিবার দিল্লি থেকে লেহ যাচ্ছিল ৬ই ২০০৬ বিমানটি। বৃহস্পতিবার সকাল ৬টা ৩০ মিনিটে সেটি আকাশে ওড়ে। তার কিছুক্ষণ পরই যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উড়ানটিকে ফিরিয়ে আনা হয়। ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে তা জরুরি অবতরণ করে। এয়ারবাসের তৈরি এ৩২০-২৫১এন বিমানটিতে ক্রু মেম্বার সহ ১৮০ জন যাত্রী ছিলেন। প্রত্যেকেই নিরাপদে রয়েছেন। ইন্ডিগো সূত্রের খবর, কোনও জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি। তবে কী সমস্যা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

দু’দিন আগেই দিল্লিগামী ইন্ডিগোর যাত্রীবাহী বিমান জরুরি অবতরণ করেছিল নাগপুর এয়ারপোর্টে। বোমা হামলার হুমকি পেয়ে কোচি থেকে দিল্লিগামী বিমানটি নাগপুরে জরুরি অবতরণ করে। আবার গত সোমবার যান্ত্রিক গোলযোগ ধরা পড়েছিল রাঁচিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে। মাঝ আকাশ থেকে ফেরত পাঠানো হয়েছিল দিল্লিতে।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

যান্ত্রিক ত্রুটি, দিল্লিতে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের
Spread the News
error: Content is protected !!