২৮ ও ২৯ মে করিমগঞ্জ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা

জনসংযোগ, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৮ মে : ভারতের আবহাওয়া বিজ্ঞান বিভাগ বা আইএমডি থেকে জারি করা আবহাওয়ার পূর্বাভাস এবং করিমগঞ্জ জেলায় অবিরাম বৃষ্টিপাত তথা প্রতিকূল আবহাওয়ার জন্য করিমগঞ্জের জেলা আয়ুক্ত জেলার সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ২৮ ও ২৯ মে ছুটি ঘোষণা করেছেন।

তবে সেমিস্টার ও কম্পার্টমেন্টাল পরীক্ষাগুলি পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ২০০৫ সালের দুর্যোগ ব্যবস্থাপনা আইনের ৩০(২)(v) ধারা অনুসারে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।

Author

Spread the News