প্রয়াত বিশিষ্ট ইসলামী বক্তা মওলানা তাজ উদ্দিন

বরাক তরঙ্গ, ২৭ জুলাই : বিশিষ্ট ইসলামি বক্তা তথা উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা হাজি মওলানা তাজ উদ্দিন বড়ভূইয়া প্রয়াত হলেন।  রবিবার সকাল ৮-২০ মিনিটের তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬০ বছর। তিনি মধুমেহ রোগে ভুগছিলেন। প্রয়াত মওলানা একজন সুনামধন্য বক্তা ছিলেন। এছাড়াও আইজলের বড় মসজিদে তিনি ইমামতি করেন। দীর্ঘদিন সোনাবাড়িঘাট চৌধুরী মসজিদের ইমামের দায়িত্ব পালন করেন। আরও কয়েক বছর সৈয়দপুর চরকি শাহ বাবা মসজিদেও ছিলেন। সদা হাস্যকর ব্যক্তি ছিলেন। সবার সঙ্গে তাঁর ছিল সুসম্পর্ক। অমায়িক ব্যবহারে ছিলেন সকলের কাছে প্রিয়। প্রয়াত মওলানা একজন দক্ষ বক্তা ছিলেন। বিভিন্ন ওয়াজ মহফিলে অংশ নেন।

তিনি রেখে গেছেন স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে, নাতিনাতনি সহ অসংখ্য গুণমুগ্ধদের। আজ রবিবার বিকেল ৫ টায় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

Spread the News
error: Content is protected !!