দক্ষিণ কৃষ্ণপুরে ঈদের নামাজ পড়াবেন মওলানা ফরিদ উদ্দিন চৌধুরী
বরাক তরঙ্গ, ৩০ মার্চ : দক্ষিণ কৃষ্ণপুর ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে সোমবার সকাল সাড়ে আটটায়। এ বার নামাজ পাঠ করবেন বদরপুর দেওরাইল টাইটেল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ তথা খ্যাতনামা মুহাদ্দিস মওলানা ফরিদ উদ্দিন চৌধুরী। এদিন ঈদের নামাজ শুরু হওয়ার আগে অর্থাৎ সকাল ৭-৩০ মিনিট থেকে ৮-৩০ মিনিট পর্যন্ত ইসলামিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বক্তব্য রাখবেন মওলানা চৌধুরী।
