নাগাল‍্যান্ড রাজ‍্য নদওয়ার প্রতিষ্ঠাতা সভাপতি মওলানা ইলিয়াস আহমদে আর নেই

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট আলিম নাগাল‍্যান্ড রাজ‍্য এমারতে শরয়িয়াহ ও নদওয়াতুত তামিরে প্রতিষ্ঠাতা সভাপতি মওলানা ইলিয়াস আহমদে। দীর্ঘদিন জটিল রোগভোগের পর রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ কাঁঠালতলির কুর্তিস্থিত নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত‍্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর। মওলানার মৃত‍্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। সোমবার তাঁর জানাজা সম্পন্ন হয়েছে। এদিন বেলা সোয়া দুটা নাগাদ স্থানীয় জামিয়া ইসলামিয়া কাছিমুল উলুম কুর্তি মাদ্রাসা মাঠে প্রয়াতের পবিত্র জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পাঠ করান উত্তর পূর্ব ভারতের আমিরে শরিয়ত মওলানা ইউসুফ আলি। জানাজা শেষে কুর্তি বড় মাজারে তাকে সমাহিত করা হয়। তিনি রেখে গেছেন স্ত্রী, চার ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি,আত্মীয়স্বজন সহ অসংখ‍্য গুনমগ্ধদের।

মওলানার প্রয়াণে বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে। নাগাল‍্যান্ড রাজ‍্য মুসলিম কাউন্সিল ও নাগাল‍্যান্ড রাজ‍্য নদওয়ার পক্ষে আব্দুল জলিল, মোহাম্মদ ইব্রাহিম, মিসবাহ উদ্দিন ও কলিম উদ্দিন প্রমুখ আজ সকালবেলা প্রয়াতে বাড়িতে ছুটে যান। এবং সেখানে গিয়ে প্রয়াতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।
এছাড়া স্থানীয় সহ বহিরাজ‍্যের অনেকেই শোক প্রকাশ করেছেন।

প্রয়াত মওলানা ইলিয়াস আহমদ পড়াশোনা শেষ করে বাড়িতে ফিরে ইমামতিতে যোগ দেন বাঘন বড় মসজিদে। দীর্ঘ বছর সেখানে ইমামতির দায়িত্ব পালনের পর ঝেরঝেরি আলিয়া মাদ্রাসায় শিক্ষকতার কাজে যোগদান করেন। তারপর ১৯৮৬ সালে নাগাল‍্যান্ডে চলে যান তিনি। সেখানকার ঘাসপানিতে দীর্ঘদিন কর্মে ছিলেন। তারই নেতৃত্বে ১৯৯৬ সালে নাগাল‍্যান্ড রাজ‍্য নদওয়া প্রতিষ্ঠা লাভ করে। এবং তিনি নাগাল‍্যন্ড রাজ‍্য নদওয়ার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তাছাড়া তিনি কুর্তি মাড়ুগাও আঞ্চলিক নদওয়ার সভাপতিও ছিলেন। সমাজ সেবায় প্রয়াত মওলানা ইলিয়াস আহমদের যথেষ্ট অবদান রয়েছে। তার প্রয়াণে সমাজে অনেক ক্ষতি হয়েছে। যা সহজে পুরনের নয় বলে মন্তব‍্য করেছেন অনেকেই।

প্রয়াত মওলানা ইলিয়াস আহমদের জানাজায় উত্তর পূর্ব ভারতের আমিরে শরিয়ত মওলানা ইউসুফ আলি ছাড়াও বিশিষ্ট জনের মধ‍্যে উপস্থিত ছিলেন নাইবে আমিরে শরিয়ত মওলানা বদরুল হক এমনি, নদওয়ার কেন্দ্রীয় কার্যালয় সম্পাদক মওলানা নইম উদ্দিন চৌধুরী, নদওয়ার কেন্দ্রীয় মুলক্কিন মওলানা শেখ জিয়া উদ্দিন আহমদ, ত্রিপুরা রাজ‍্য জমিয়ত উলামার সাধারণ সম্পাদক মওলানা এনাম উদ্দিন, নাগাল‍্যান্ড রাজ‍্য নদওয়ার ভারপ্রাপ্ত সভাপতি মওলানা মিসবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, নাগাল‍্যান্ড রাজ‍্য মুসলিম কাউন্সিলের সম্পাদক আব্দুল জলিল, আলহিলাল পত্রিকার সম্পাদক মওলানা আবুনসর আব্দুর রৌফ, জেলা নদওয়ার সাধারণ সম্পাদক মওলানা এটিএম জাকারিয়া কাসিমি, কাঁঠালতলি আঞ্চলিক নদওয়ার ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার আব্দুস সালাম, করিমগঞ্জ জেলা জমিয়ত উলামার উপ সভাপতি মুফতি আব্দুস সহিদ, মওলানা বদরুল হক, মওলানা সাহাব উদ্দিন, মওলানা রিয়াজুদ্দিন সহ আরও আনেক।

Spread the News
error: Content is protected !!