পাথারকান্দিজুড়ে শুরু হল ভোলে ভম পূজা, ধর্মীয় উচ্ছাসে মাতোয়ারা ভক্তরা
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৪ জুলাই : হিন্দি পঞ্জিকা অনুসারে আজ পয়লা শ্রাবণ। আর শ্রাবণ মাসের প্রথম দিন প্রথম সোমবার। ভোরেই শুরু হল ভোলে ভম পূজার আয়োজন। ভক্তরা শাস্ত্রীয় নিয়ম মেনে স্নান করে শুদ্ধবস্ত্র ধারণ করে মঙ্গলঘট সহ হেঁটে পবিত্র জল সংগ্রহের উদ্দেশ্যে বিভিন্ন ঘাটে পৌঁছান। নদী বা ঝর্ণা থেকে গঙ্গাজল সংগ্রহ করে সযত্নে বাঁকে বা কলসিতে ভরে মন্দিরে উপস্থিত হয়ে ভোলে মহাদেবের নামে পূজা অর্চনা করেন তারা। ভক্তদের বিশ্বাস, শ্রাবণ মাস মহাদেবের জন্মমাস এবং এই মাসে করা পূজা ভক্তদের জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনে।
এ উপলক্ষে বৃহত্তর পাথারকান্দি কেন্দ্রের ইছাবিল, শিবেরগুল, হাতিখিরা, সলগই, বৈঠাখাল, চাঁন্দখিরা, দেওলাখাল, সোনাখিরা, মেদলি, পুথনি, চাম্পাবাড়ি, ভুবরিঘাট, লঙ্গাই, আদমটিলা সহ একাধিক বাগান ও বস্তি এলাকার শিব মন্দিরগুলিকে সাজিয়ে তোলা হয়েছে বর্ণাঢ্যভাবে। কোথাও রঙিন পতাকা, কোথাও ঝাড়বাতি, কোথাও আবার মাইকিং ও ধূপ-দীপে মুখর হয়ে উঠেছে শিব মন্দির প্রাঙ্গণ।

এছাড়াও বিভিন্ন এলাকায় স্থানীয় পূজা কমিটিগুলোর ব্যবস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ভক্তি সঙ্গীত, প্রসাদ বিতরণ এবং ধর্মীয় আলোচনা সভারও আয়োজন করা হচ্ছে যা পূজার মূল উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
