বাজারিছড়ায় সাড়ম্বরে বসন্ত উৎসব, রঙে রঙে মাতোয়ারা

মোহাম্মদ জনি, পাথারকান্দি। 
বরাক তরঙ্গ, ১৫ মার্চ : বসন্ত মানেই প্রাণের উৎসব, রঙের উৎসব। আর সেই উৎসব এবার প্রথমবারের মতো কালচারাল গ্রুপ অব বাজারিছড়ার ব্যবস্থাপনায় জমকালো আয়োজনে পালিত হলো বাজারিছড়ায়। স্থানীয় বিসর্জন ঘাট সংলগ্ন খেলার মাঠে শুক্রবার দিনব্যাপী দোল উৎসবে মেতে উঠলেন এলাকাবাসী।অনুষ্ঠানের সূচনা হয় রাধা-কৃষ্ণের শ্রীচরণে আবির নিবেদন ও প্রণাম জানিয়ে। এরপর শুরু হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পর্ব— সমবেত নৃত্য, একক নৃত্য এবং ঐতিহ্যবাহী ধামাইল নৃত্য পরিবেশিত হয়, যা মুহূর্তেই দর্শকদের মন জয় করে নেয়।

বাজারিছড়ায় সাড়ম্বরে বসন্ত উৎসব, রঙে রঙে মাতোয়ারা

উৎসবের মূল আকর্ষণ ছিল ভেদাভেদ ভুলে, ভালোবাসার রঙে একে অপরকে রাঙিয়ে দেওয়ার দৃশ্য। আবির-গুলালের উচ্ছ্বাসে ছোট-বড় সবাই দোল উৎসবে একাত্ম হয়ে যান। এরপর অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা, যেখানে উপস্থিত বিশিষ্টজনেরা এই আয়োজনের প্রশংসায় পঞ্চমুখ হন। তারা বলেন, “বসন্ত উৎসব কেবল রঙের নয়, এটি মানবতার, সম্প্রীতির, ভালোবাসার উৎসব।”

বাজারিছড়ায় সাড়ম্বরে বসন্ত উৎসব, রঙে রঙে মাতোয়ারা

এই বর্ণিল আয়োজনে পরিচালনার দায়িত্বে ছিলেন কালচারাল গ্রুপ অব বাজারিছড়ার নিবেদিতপ্রাণ সদস্যরা প্রদীপ দেবনাথ, মোহর পালচৌধুরী, ভুবন সূত্রধর, মনিষভূষণ পাল, দীপক বৈদ্য, সুজয় পাল, জ্যোতিষ্মান দাস, জয় দাস, কপিল পাল, পঞ্চমী দেব, বর্ষা গোস্বামী ও তার দল। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমিতাভ দে, সীতেন্দ্র পাল প্রমুখ। এই অসাধারণ আয়োজনের মধ্য দিয়ে বাজারিছড়া পেয়েছে এক নতুন মাত্রার উৎসব, যা আগামী দিনে আরও বৃহৎ পরিসরে পালিত হবে বলে আশা করা যায়।

বাজারিছড়ায় সাড়ম্বরে বসন্ত উৎসব, রঙে রঙে মাতোয়ারা
Spread the News
error: Content is protected !!