ভুবনতীর্থের মতিনগর ও কৃষ্ণপুর দু’টি রাস্তা পরিদর্শন পুলিশসুপারের

বরাক তরঙ্গ, ১৮ ফেব্রুয়ারি : মহাশিবরাত্রী উপলক্ষে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শৈবতীর্থ ভূবনতীর্থে শুরু হচ্ছে ভুবনমেলা। আর ভূবনমেলাকে কেন্দ্র করে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ করা হয়েছে। ইতোমধ্যে গত ১৫ ফেব্রুয়ারি কাছাড়ের জেলা কমিশনার কার্যালয়ের সভাকক্ষে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের সভাপতিত্বে বিভিন্ন বিভাগীয় আধিকারিক এবং ভুবনমেলা পরিচালন কমিটি ও অন্যান্য কমিটির সদস্য, বিভিন্ন স্বেচ্ছাসেবী দলের সদস্যের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। এতে দুর্ঘটনামুক্ত ও শান্তিপূর্ণভাবে ভুবনমেলা পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এদিকে, সোমবার ভুবনতীর্থে যাওয়ার মতিনগর ও কৃষ্ণপুর দু’টি দিক পরিদর্শন করেন কাছাড়ের পুলিশসুপার নোমাল মাহাতো। এদিন তিনি প্রথমে ভুবনতীর্থের যাওয়ার মতিনগর রাস্তা পরিদর্শন করেন। পরে কৃষ্ণপুরে উপস্থিত হয়ে গাড়ি নিয়ে নতুন কৃষ্ণপুর ভুবনতীর্থ রাস্তা দিয়ে পাহাড়ের কিছু অংশে গিয়ে রাস্তার পরিস্থিতি ক্ষতিয়ে দেখেন। এদিন পাহাড় থেকে ফিরে কৃষ্ণপুরে কৃষ্ণপুর চরণমন্দির কমিটি ও কৃষ্ণপুর-গঙ্গানগর ভুবন তীর্থযাত্রী মেলা কমিটির সদস্যদের সঙ্গে এক সংক্ষিপ্ত সভায় মিলিত হয়ে মেলা পরিচালনার ব্যাপারে আলোচনা করেন। তিনি কমিটির কাছে যথেষ্ট স্বেচ্ছাসেবক রাখার আহ্বান জানান। এছাড়া পুলিশসুপার মেলার সময় নিজে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন বলে জানান। তিনি বলেন, ডিএসপি হেমেন দাসের পর্যবেক্ষণে থাকবে সব কিছু। এছাড়াও কমিটির পক্ষ থেকে গঙ্গানগর-কৃষ্ণপুর সড়কে মেলার দিনগুলোতে ট্রাফিক ব্যবস্থা ও বিদ্যুৎ ব্যবস্থা ও অন্যান্য বিষয় তোলে ধরা হয়।

এদিন পুলিশসুপার নোমাল মাহাতোর সঙ্গে ছিলেন লক্ষীপুরের এসডিপিও পার্থপ্রতিম দুয়ারা, সোনাই থানার ওসি বিশ্বজিৎ নাথ, লক্ষীপুর থানার ওসি মিরাজ দোলে, কচুদরম থানার ওসি অপূর্ব বরুয়া সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

ভুবনতীর্থের মতিনগর ও কৃষ্ণপুর দু'টি রাস্তা পরিদর্শন পুলিশসুপারের
ভুবনতীর্থের মতিনগর ও কৃষ্ণপুর দু'টি রাস্তা পরিদর্শন পুলিশসুপারের

Author

Spread the News