মার্কিন কংগ্রেস হাউজে ভাষন নেতানিয়াহুর, বাইরে ব্যাপক প্রতিবাদ
২৫ জুলাই : মার্কিন কংগ্রেস হাউজে ভাষন দিচ্ছেন নেতানিয়াহু আর বাইরে হাজার হাজার মুক্তিকামি ফিলিস্তিন সমর্থক এবং মার্কিন নাগরিক ব্যাপক প্রতিবাদ করে স্লোগান দিচ্ছেন। সম্পূর্ণ ক্যাপিটাল হাউজ পুলিশ ও সশস্ত্র বাহিনী দ্বারা এ সময় ঘেরা ছিল।
ভাষণে তিনি বলেন, বিশ্বকে হামাস এবং ফিলিস্তিন মিডিয়া মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে। এ যুদ্ধ শুধুমাত্র নিজেদেরকে রক্ষা করা এবং ইজরায়েলকে সার্বভৌম রাখার উদ্যোগ ছিল।

এতদিন ধরে চলে আসা মর্মান্তিক বর্বররচিত হামলাকে নিজেদের জীবন রক্ষার্থে এবং জনগণের সম্পত্তি রক্ষার্থে আত্মপক্ষ সমর্থন করে ভাষণ দিয়েছেন তিনি। এ সময় মার্কিন কংগ্রেসের সদস্যরা দাঁড়িয়ে এবং করতালি দিয়ে তাকে সমর্থন জানিয়েছেন।
এ দিকে, হাজার হাজার ফিলিস্তিন সমর্থক এ সময় বর্বর রচিত হামলার প্রতিবাদ জানাতে থাকেন এবং বলেন নেতানিয়াহুকে শাস্তির সম্মুখীন করার জন্য মার্কিন সরকারের উদ্যোগ নেওয়া উচিত।