নাম পরিবর্তনের প্রতিবাদে গণমিছিলে কাঁপল শ্রীভূমি
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২ জুলাই : করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের প্রতিবাদে বিশাজ গণমিছিল বের হল। বুধবার গণমিছিলে কেঁপে উঠে সীমান্ত জেলার শ্রীভূমি শহর। স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি আহ্বানে আয়োজিত মিছিলে হাতে প্লেকার্ড ব্য়ানার নিয়ে সবাই অংশগ্রহণ করেন। জনসাধারণের মতামতকে গুরুত্ব না দিয়ে, সব প্রকার গণতান্ত্রিক রীতিনীতিকে বিসর্জন দিয়ে এবং চূড়ান্ত সম্প্রদায়িক মনোভাব নিয়ে একপক্ষীয়ভাবে জেলার নাম পরিবর্তন কোনওভাবেই গ্রহণযোগ্য নয় বলে গর্জে উঠেন প্রতিবাদকারীরা।

শ্রীভূমির নেতাজি মুর্তির পাদদেশ থেকে গণমিছিল শুরু হয়। বদরপুর, দুল্লভছড়া, চেরাগী, রংপুর, আনিপুর, রাতাবাড়ি, পাথারকান্দি, নিলামবাজার, ভাঙ্গা, চরগোলা, লাতু, মহিশাসন সহ বিভিন্ন স্থান থেকে প্রতিবাদী ছাত্র-যুবক-মহিলারা মিছিলে অংশ নেন। রবীন্দ্র-নজরুল-বিবেকানন্দ-সুভাষচন্দ্র সহ মণীষীদের প্রতিকৃতি নিয়ে সবাই এগিয়ে যান। নাগরিক কমিটির অন্যতম আহ্বায়ক সুনীতরঞ্জন দত্ত, রজত চক্রবর্তী, অরুণাংশু ভট্টাচার্য সহ বিশিষ্ট সমাজকর্মী চন্দন চক্রবর্তী, জ্যোতিষ পুরকায়স্থ, পরিমল চক্রবর্তী, নাগরিক অধিকার রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাধন পুরকায়স্থ, অধ্যাপক অজয় রায়, শাহদত আহমদ চৌধুরী, মমতাজ বেগম, সত্যজিৎ গুপ্ত, ভবতোষ চক্ৰবৰ্তী, সুশীল পাল, লক্ষ্মী দত্ত গুপ্ত, মইনুল হক, হিফজুর রহমান, সৈয়দ সাহাব উদ্দিন, আহমেদ সাহিল, রথীন্দ্র চন্দ্র দাস, হেলাল খান, মৃণাল সিনহা প্রমুখ।
