নতুন রাজনৈতিক দল ঘোষণা মাস্কের

৬ জুলাই : সমস্ত জল্পনার অবসান। অবশেষে নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’র ঘোষণা করলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি রাজনীতির ময়দানেই লড়াইয়ে নামলেন তিনি।

শনিবার নিজের এক্স হ্যান্ডেলে ‘আমেরিকা পার্টি’ নামে নতুন রাজনৈতিক দল গঠনের কথা ঘোষণা করেন মাস্ক। তিনি লেখেন, ‘যখন অপচয় ও দুর্নীতির মাধ্যমে আমাদের দেশকে দেউলিয়া করার প্রসঙ্গ ওঠে, তখন আমরা গণতন্ত্র নয়, একদলীয় ব্যবস্থায় বাস করি।’ এরপরই তাঁর ঘোষণা, ‘আজ আমেরিকা পার্টি গঠিত হল আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য।’

যদিও নতুন দল গঠনের ইঙ্গিত অনেক আগেই দিয়েছিলেন মাস্ক। এমনকি গত ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসের দিনই এক্স হ্যান্ডেলে একটি জনমত সমীক্ষাও চালিয়েছিলেন। সেখানে সাধারণ মানুষের কাছে প্রশ্ন রেখে তিনি লেখেন, ‘স্বাধীনতা দিবস একদম সঠিক সময় আপনাদের প্রশ্ন করার যে আপনারা কি দ্বি-দলীয় (অনেকে বলেন একদলীয়) ব্যবস্থা থেকে মুক্তি পেতে চান! আমরা কি আমেরিকা পার্টি তৈরি করব?’ আর মাস্কের সেই পোস্টে ৬৫.৪ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ বলেছেন। আর ৩৪.৬ শতাংশ মানুষ ‘না’ বলেছেন। এরপরই দল গঠনের জন্য সমর্থন পেয়ে ‘আমেরিকা পার্টি’-র ঘোষণা করলেন টেসলা কর্তা।

Author

Spread the News