শিলচরে চার সংগঠনের যৌথ ভাবে শহিদ দিবস পালন

বরাক তরঙ্গ, ২১ জুলাই : ২১ জুলাই মাতৃভাষা শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএস এবং কমসোমল এর কাছাড় জেলার কর্মীরা। এদিন সকাল আটটায় শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তির সামনে অস্থায়ী শহীদ বেদী স্থাপন করে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠন গুলোর আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত ছিলেন অধ্যাপক অজয় রায়, দিলীপ নাথ ও চম্পা লাল দাস, সজল দাস  প্রমুখ। এআইডিওয়াইও’র জেলা সভপতি অঞ্জন চন্দ, এআইডিএসও’র গৌর চন্দ্র দাস, সাবির আহমেদ সহ সংগঠনগুলোর কর্মীরা। অনুষ্ঠানে সমবেত সকলের সামনে ১৯৮৬ সালের ২১ জুলাই ভাষা শহিদ জগন্ময় দেব ও দিব্যেন্দু দাসকে সম্মান জানিয়ে শহিদ দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন অধ্যাপক অজয় রায়।

শিলচরে চার সংগঠনের যৌথ ভাবে শহিদ দিবস পালন

মাতৃভাষার আন্দোলনের বিভিন্ন দিক আলোচনা করতে গিয়ে তিনি বলেন যে রাজ্যের উগ্র প্রাদেশিকতাবাদী শক্তি, ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগের ফলে সেদিন পিছু হটলেও, ভাষার নামে- ধর্মের নামে মানুষকে বিভাজন করার ষড়যন্ত্রে তারা এখনো লিপ্ত। তিনি উপস্থিত সকলকেই অত্যন্ত গুরুত্ব সহকারে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে  আহ্বান জানান। তিনি বলেন, ১৯ মে, ২১ জুলাই বিশেষ করে বরাক উপত্যকায় যত বেশিকরে সম্ভব পালন করা উচিত। এতে উপত্যকায় সমস্ত ক্লাব, সংগঠন, সংস্থা সহ সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।

Author

Spread the News