নোবেল শান্তি পুরস্কার পেলেন মারিয়া

১০ অক্টোবর : ট্রাম্প নয়, ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার জিতে নিলেন ভেনিজুয়েলার মারিয়া কোরিনা মাচান্দো। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁর নিরন্তর প্রচেষ্টার কারণেই তাঁকে এই সম্মান প্রদান করা হল বলে জানিয়েছে নোবেল কমিটি। শুক্রবার নরওয়ের রাজধানী ওসলোতে নোবেলের মঞ্চে ঘোষিত হয় এই মহিলার নাম।

নোবেল শান্তি পুরস্কার প্রাপক মারিয়া কোরিনা মাচান্দো ভেনিজুয়েলার মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। শান্তিপূর্ণ এবং ন্যায়সঙ্গত ভাবে ভেনিজুয়েলাতে একনায়কতন্ত্র থেকে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রক্রিয়ায় এই মারিয়ার অবদান অপরিসীম বলেও উল্লেখ করেছে নোবেল কমিটি।

Spread the News
error: Content is protected !!