বাজারিছড়া সহায়ক স্বাস্থ্যকেন্দ্রে ১০৮ পরিষেবা একমাস ধরে বন্ধ, চরম দুর্ভোগে প্রান্তিক জনগণ

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১ আগস্ট : পাথারকান্দি কেন্দ্রের অসম-মিজোরাম-ত্রিপুরা সীমান্তবাসীর স্বাস্থ্যা সেবা পাওয়ার একমাত্র ভরসা বাজারিছড়া জরুরি পরিষেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল ১০৮ মৃত্যুঞ্জয় অ্যাম্বুলেন্স। কিন্তু এক মাস ধরে পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন এই বৃহত্তর অঞ্চলের রোগী সহ দুর্ঘটনায় আহতরা। সাধারণ মানুষ বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী মারাত্মক সমস্যার মুখোমুখি হচ্ছেন। সম্প্রতি, এমনই এক করুণ ঘটনার খবর পাওয়া গেছে যেখানে ১০৮ গাড়ি না থাকায় এক প্রসূতিকে অটোতে করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মাঝপথেই সন্তানের জন্ম দেন। বিষয়টি স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

বাজারিছড়া হাসপাতাল থেকে প্রায়শই রোগীদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়। এ ক্ষেত্রে ১০৮ গাড়িই একমাত্র নির্ভরযোগ্য বাহন ছিল। তাছাড়া অনেক পরিবার গর্ভবতী বা গুরুতর অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে আনার ক্ষেত্রে ১০৮ পরিষেবার উপরই ভরসা রাখেন। এখন সেই সুযোগ থেকেও তারা বঞ্চিত।

স্থানীয়রা স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত বাজারিছড়া সহায়ক স্বাস্থ্যকেন্দ্রে ১০৮ গাড়িটি পুনর্বহালের দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাসখানেক আগে ১০৮ নম্বর গাড়িটি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে এবং তা মেরামতের জন্য পাঠানো হলেও এখন পর্যন্ত গাড়িটি ফিরে আসেনি।

উল্লেখযোগ্য যে, ১০৮ পরিষেবার বিশেষ বৈশিষ্ট্য—অভ্যন্তরীণ চিকিৎসা সুবিধা, দক্ষ কর্মী, এবং দ্রুতগামী পরিবহন—এগুলো সাধারণ বাহনে অনুপস্থিত। ফলে জরুরি রোগীদের ক্ষেত্রে ১০৮ গাড়ির প্রয়োজনীয়তা অপরিসীম। অথচ দীর্ঘ একমাস ধরে বাহনটি অনুপলব্ধ থাকায় রোগী এবং তাঁদের পরিবারের সদস্যরা দুর্ভোগ পোহাচ্ছেন।

Spread the News
error: Content is protected !!