মরণফাঁদে পরিণত পাথারকান্দি মৈনা বাইপাস সড়ক

মোহাম্মদ জনি, পাথারকান্দি। 
বরাক তরঙ্গ, ৯ অক্টোবর : অসম-ত্রিপুরার মধ্যে সংযোগকারী অন্যতম গুরুত্বপূর্ণ ৮নং জাতীয় সড়কের পাথারকান্দি মৈনা বাইপাস বর্তমানে ভয়ঙ্কর রূপ নিয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এই সড়ক আজ কার্যত “মরণফাঁদে” পরিণত হয়েছে। চলতি বর্ষার প্রভাবে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

সড়কের বহু অংশজুড়ে তৈরি হয়েছে বিশালাকার গর্ত, যেগুলো বর্ষার জলে পরিণত হয়েছে পুকুরসম খাঁদে। এসব গর্তে প্রতিদিনই আটকে পড়ছে দূরপাল্লার পণ্যবাহী লরি ও যানবাহন। এর ফলে শুধু চালকদেরই নয়, সাধারণ যাত্রী ও স্থানীয় জনগণকেও পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। এমনকি বর্তমানে এই বাইপাস দিয়ে সঠিকভাবে যান চলাচল করা তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচল করাটাও দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রায় বছর খানেকেরও বেশি সময় ধরে বাইপাসের এই বেহাল চিত্র অব্যাহত রয়েছে। একাধিক সামাজিক সংগঠন, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ সংশ্লিষ্ট দফতরের কাছে সড়ক সংস্কারের জোরালো দাবি জানিয়েও কোনো ইতিবাচক পদক্ষেপ দেখা যায়নি। অভিযোগকারীরা বলছেন, প্রতিবারই আশ্বাস মিললেও বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি।

বিশেষজ্ঞ মহলের মতে, এই সড়ক শুধু পাথারকান্দির জন্য নয়, বরং সমগ্র বরাক উপত্যকার একটি অর্থনৈতিক লাইফলাইন। কারণ এর মাধ্যমেই প্রতিদিন লক্ষ লক্ষ টাকার পণ্যসামগ্রী আসা-যাওয়া করে অসম ও ত্রিপুরার মধ্যে। ফলে এর বেহাল দশা সরাসরি প্রভাব ফেলছে ব্যবসা-বাণিজ্য, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাত্রায়।

স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, যদি দ্রুত সংস্কারের ব্যবস্থা না নেওয়া হয়, তবে যেকোনো দিন বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। ইতোমধ্যেই বেশ কিছু ছোটখাটো দুর্ঘটনার খবর মিলেছে, তবে সামনে ভয়াবহ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

অতএব, জনদুর্ভোগ লাঘব করতে ও দুর্ঘটনা এড়াতে অবিলম্বে মৈনা বাইপাসের সংস্কারকাজ শুরু করা জরুরি এমনটাই জোর দাবি তুলেছেন পাথারকান্দি ও সংলগ্ন এলাকার সাধারণ মানুষ সহ নিত্যকার যাত্রীও যানবাহন চালকরা।

Spread the News
error: Content is protected !!