মালুয়া কান্দিগ্রামে বাঁধ ভেঙে বহু গ্রাম প্লাবিত

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৩ জুলাই : বদরপুর কেন্দ্রের মালুয়া কান্দিগ্রামের নদীর বাঁধ ভেঙে বহু গ্রাম বন্যার কবলে। ভাঙা অংশ দিয়ে বরাক নদীর জল হু হু করে প্রবেশ করছে কান্দিগ্রাম, জালালপুর পাটেরাকান্দি, মহাকল, মাছলি, জগন্নাথপুর সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। হাজার হাজার মানুষ বন্যায় প্লাবিত। কান্দিগ্রামে বিগতদিনে বাঁধ ভেঙে নদীর জল ঢুকেছে। কিন্তু  জলসম্পদ বিভাগ কোন পদক্ষেপ নেয়নি। যার খেসারত দিতে হচ্ছে এবার জনগণকে।

মঙ্গলবার রাতে কান্দিগ্রাম স্লুইসগেট সংলগ্ন এলাকায় ইঅ্যান্ডডির বাঁধ ভেঙে যসয়। নদীর জল ঢোকার কারণে বিস্তীর্ণ এলাকার কম করেও ত্রিশ হাজার মানুষ বন্যার কবলে পড়ছেন। শুধু কান্দিগ্রাম এলাকায় কম করেও তিন হাজার মানুষ বন্যা কবলিত।  নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। চৈতন্য নগর এলাকাও প্লাবিত হয়ে গেছে। বন্যা দুর্গতদের আগামীকাল থেকে ত্রাণ দেওয়া হতে পারে সরকারিভাবে।

এদিকে, করিমগঞ্জের জেলাশাসক কান্দিগ্রামে বাঁধ ভেঙে জল ঢোকার খবর পেয়ে সরেজমিনে পরিদর্শনে আসেন। তিনি এসডিআরএফ বাহিনীকে সতর্ক থাকার পাশাপাশি দুর্গতদের উদ্ধারের নির্দেশ দেন।

Author

Spread the News