ট্রেন লাইনচ্যুত, তিনজনের মৃত্যু, আহত বহু

২৮ জুলাই : জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রিডলিংগেন শহরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত তিনজনের। আহত হয়েছেন বহু যাত্রী। রবিবার সন্ধ্যায় (স্থানীয় সময় ৬টা ১০ মিনিট নাগাদ) ব্যাডেন-উয়ের্টেমবুর্গ রাজ্যের সিগমারিংগেন ও উলমের মাঝামাঝি একটি যাত্রিবাহী ট্রেন আচমকাই লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় ট্রেনের অন্তত দুটি কামরা বেলাইন হয়ে যায়।

দুর্ঘটনার সময় ট্রেনটিতে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, রেললাইনের পাশে উপড়ে পড়ে ছিল একটি বড় গাছ, যা দুর্ঘটনার কারণ হয়ে থাকতে পারে। ঘটনাস্থলে ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা দল পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করা হয়েছে।

ঘটনার পর এক্স হ্যান্ডলে (প্রাক্তন টুইটার) শোকপ্রকাশ করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ। তিনি লেখেন, ‘মৃতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই কামনা করি। আমি পরিবহনমন্ত্রী এবং অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।’

Spread the News
error: Content is protected !!