এনএম গুপ্ত ফুটবলে চ্যাম্পিয়ন মণিপুর রেংদাই

বরাক তরঙ্গ, ১১ নভেম্বর : ৩৩ ক্যাপ্টেন এনএম গুপ্ত ট্রফি ঘরে তুলল মণিপুর রেংদাই এফসি। সোমবার শিলচর জেলা ক্রীড়া সংস্থার এসএম দেব স্টেডিয়ামে ফ্লাড লাইটে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ২-১ গোলে হারায় কলকাতার মহামেডান স্পোর্টিং ক্লাবকে। খেলার প্রথমার্ধ্বে দু’টি গোল হজম করতে হয় মহামেডানকে। খেলার ২৭ মিনিটে প্রথম গোল করেন রেংদাই এফসির টিএইচ ননী সিংহ। এস সাগর সিংহ ৪২ মিনিটে দ্বিতীয় গোল করেন। দ্বিতীয়ার্ধ্বে কিছুটা চাপালে সফল হয়। ডি বক্সে ফাউল করায় পেনাল্টি পায় মহামেডান। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান যোসেফ। দ্বিতীয়ার্ধ্বে তিনটি সুযোগ পেলেও রেংদাইয়ের জাল কাঁপাতে ব্যর্থ হয় মহামেডান খেলোয়াড়রা। অবশেষে ২-১ গোলে চ্যাম্পিয়ন হয় মণিপুরের রেংদাই এফসি।

এনএম গুপ্ত ফুটবলে চ্যাম্পিয়ন মণিপুর রেংদাই

খেলা চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার পান কেমেই গিফ্টসন ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন রজেন মৈতেই। দু’জনই রেংদাই এফসির খেলোয়াড়। এ দিন ম্যাচ পরিচালনা করেন আব্দুল মজিদ চৌধুরী, হাবিবুল্লাহ ফেরদৌস, প্রেম নার্জারি ও নির্মল ভট্টাচার্য।

এনএম গুপ্ত ফুটবলে চ্যাম্পিয়ন মণিপুর রেংদাই

ফাইনাল খেলার শুরুতে উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত প্রধান অতিথি কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া, তিন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কৌশিক রায় ও মিহিরকান্তি সোম, শিলচর ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত, সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য, দৈনিক সময়িক প্রসঙ্গের সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, শিলচর ডিএসএ’র প্রাক্তন সভাপতি বাবুল হোড়, অজয় চক্রবর্তী এবং বিজেপি নেতৃবৃন্দ বিমলেন্দু রায়, কণাদ পুরকায়স্থ, অভ্রজিত চক্রবর্তী প্রমুখ।

এনএম গুপ্ত ফুটবলে চ্যাম্পিয়ন মণিপুর রেংদাই
এনএম গুপ্ত ফুটবলে চ্যাম্পিয়ন মণিপুর রেংদাই

Author

Spread the News