মণিপুরে বাড়ল আফস্পা-র মেয়াদ ও এলাকা, নাগাল্যান্ড ও অরুণাচলেও ছ’মাসের জন্য জারি

মণিপুরে বাড়ল আফস্পা-র মেয়াদ ও এলাকা, নাগাল্যান্ড ও অরুণাচলেও ছ’মাসের জন্য জারি

বরাক তরঙ্গ, ৩১ মার্চ : মণিপুর, নাগাল্যান্ড ও অরুণাচলে আফস্পা-র মেয়াদ বাড়ল আরও ছয়মাস।রবিবার স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানান হয়েছে, আগামী ৬ মাস রাজ্যের নির্দিষ্ট ১৩টি থানা এলাকা বাদ দিয়ে গোটা মণিপুরে জারি থাকবে স্বশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন (AFSPA)। মণিপুর ছাড়াও উত্তর-পূর্বের আরও দুটি রাজ্য নাগাল্যান্ড এবং অরুণাচলও আগামী ৬ মাস আফস্পা-র আওতায় থাকবে বলেই জানা গিয়েছে। অরুণাচলের তিরাপ, লংডিং এবং চাংলাং জেলা ছাড়াও আরও ৩ টি থানা এলাকায় আফস্পা জারি করা হয়েছে। নাগাল্যান্ডের ৮ টি জেলা এবং ২১টি থানা এলাকায় চাপানো হয়েছে এই আর্মড ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট(AFSPA)।

উল্লেখ্য, আফস্পা-কে হাতিয়ার করেই মণিপুরে শান্তি ফেরাতে উদ্যোগী হয় কেন্দ্র। হিংসা কবলিত মণিপুরে গত ১৩ ফেব্রুয়ারি জারি করা হয়েছিল রাষ্ট্রপতি শাসন, এবার বাড়ানো হল আফস্পা-র মেয়াদ এবং এলাকা।

মণিপুরে বাড়ল আফস্পা-র মেয়াদ ও এলাকা, নাগাল্যান্ড ও অরুণাচলেও ছ’মাসের জন্য জারি
Spread the News
error: Content is protected !!