মামনের চিঠি সিনেমার গান ‘প্রেমের হাওয়া’ মুক্তি ২৭শে
বরাক তরঙ্গ, ২২ মার্চ : আসছে বসন্তের আমেজে প্রেমের নতুন সুর নিয়ে মুক্তি পেতে চলেছে “মামুনের চিঠি” সিনেমার মিষ্টি প্রেমের গান “প্রেমের হাওয়া”। গানটি মুক্তি পাবে ২৭ মার্চ সিদ্ধার্থ সিনহা এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
গানটিতে কণ্ঠ দিয়েছেন তোষিবা বেগম ও শোভন দালাপতি, যাঁদের সুরেলা কণ্ঠ মন ছুঁয়ে যাবে শ্রোতাদের। সঙ্গীত পরিচালনায় রয়েছেন সিদ্ধার্থ সিনহা ও সুহেল আহমেদ, আর গানের কথা লিখেছেন বিকাশ সিংহ। সুর ও সংগীতায়োজনে রয়েছেন রূপম নাথ।
ভিডিওতে দেখা যাবে অভিনেতা সিদ্ধার্থ সিনহা ও গৌতমী মিশ্রকে। গানটির চিত্রগ্রহণ করেছেন পরাগ জ্যোতি দাস ও আপন রানা। নৃত্য পরিচালনায় রয়েছেন বাপন সিংহ ও তানভীর মুরাদ আহমেদ।

