মালুগ্ৰাম পঞ্চানন শিববাড়িতে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে হনুমান জয়ন্তী পালন

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ এপ্রিল : চৈত্র পূর্ণিমার দিনটিকে হিন্দু ধর্মে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়। কারণ ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই দিনে মা অঞ্জনি এবং বানর রাজা কেশরীর ঘরে ভগবান শ্রী হনুমানের জন্ম হয়েছিল। এই কারণেই এটি হনুমান জয়ন্তী হিসেবে পালিত হয়। এই দিনে ভক্তরা উপবাস রাখেন, মন্দিরে পুজো অর্চনা করেন এবং অনেক জায়গায় ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে সত্যিকারের হৃদয়ে শ্রী হনুমানের পুজো করলে সকল ধরণের বাধা দূর হয় এবং কাঙ্ক্ষিত ফল লাভ হয়।

মালুগ্ৰাম পঞ্চানন শিববাড়িতে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে হনুমান জয়ন্তী পালন

শিলচর মালুগ্ৰামস্থিত পঞ্চানন শিববাড়িতে প্রতি বছরের ন্যায় এবছরও বিশ্ব হিন্দু পরিষদের বজরং দলের ব্যবস্থাপনায় সকাল ৬ থেকে দুপুর ১২ টা অবধি পূজা ও অঞ্জলি, দূপূর ১২ টা থেকে বিকেল ৪ টা অবধি উপস্থিত প্রায় এক হাজার ভক্তবৃন্দদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়, বিকেল চারটা থেকে পাঁচটা অবধি এক ঘণ্টা ব্যাপী ছোটদের সাংস্কৃতিক অনুষ্ঠান, ছয়টা অবধি সন্ধ্যা আরতি, ৬ টা ৩০ মিনিট থেকে ৭টা ৩০ মিনিট অবধি ধর্মসভা এরপর গুণীজন সংবর্ধনা প্রদান করা হয় বলে জানান বিশ্ব হিন্দু পরিষদের জেলা সহ-সভাপতি আশিস দত্ত।

মালুগ্ৰাম পঞ্চানন শিববাড়িতে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে হনুমান জয়ন্তী পালন

তিনি বলেন, রবিবার বিকেল চারটা থেকে মালুগ্ৰাম পঞ্চানন শিববাড়ি থেকে ন্যাশনাল হাইওয়ে অবধি একটি হনুমানজির বিগ্ৰহ নিয়ে একটি বিশাল আকারের র‍্যালির আয়োজন করা হয়েছে, এই রেলিতে সকল স্তরের সনাতনী ভক্তবৃন্দদেরকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান। যেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিভাগ সম্পাদক মিঠুন নাথ, পঙ্কজ দাস, চিরঞ্জিত সিনহা, বিকি মালাকার, সানি দেব, সুকান্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা।

Author

Spread the News