ফিটনেস টেস্টে উত্তীর্ণ মজিদ
বরাক তরঙ্গ, ১৩ জুলাই : রবিবার সকালে সল্টলেক যুব ভারতী ক্রীড়াঙ্গনে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) বার্ষিক ফিটনেস টেস্টে বরাক উপত্যকার একমাত্র সক্রিয় জাতীয় রেফারি আব্দুল মজিদ চৌধুরী দক্ষতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। এই সাফল্যের জন্য রেফারীজ ট্রেনিং সেন্টার শিলচরের পক্ষ থেকে আব্দুল মজিদ চৌধুরী কে অভিনন্দন জানানো হয়েছে।