মাইবাং প্রণবানন্দ বিদ্যামন্দিরের সঙ্গে “মউ” শিলচর নিরাময়ের
পড়ুয়াই নয়, নিজেকে চাপমুক্ত রাখতে শিক্ষক-অভিভাবকদেরও নিয়মিত যোগাভ্যাস জরুরি : শেখর
বরাক তরঙ্গ, ৬ নভেম্বর : ডিমা হাসাওয়ে ভারত সেবাশ্রম সংঘের মাইবাং প্রণবানন্দ বিদ্যামন্দিরের সঙ্গে “মউ” স্বাক্ষর করল শিলচর নিরাময়-স্কুল অব যোগ এডুকেশন। কার্যত পড়ুয়া সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে যোগ-শিক্ষা ছড়িয়ে দিতেই এমন উদ্যোগ। নিরাময়ের তরফে গভর্নিং কাউন্সিল-এর প্রধান শেখর চক্রবর্তী ও বিদ্যামন্দিরের পক্ষে সেক্রেটারি দিলীপ ভট্টাচার্য চুক্তিপত্রে স্বাক্ষর করেন। বৃহস্পতিবার এ উপলক্ষে মাইবাং প্রণবানন্দ বিদ্যামন্দিরে আয়োজিত অনুষ্ঠানে নিরাময়-এর লিগ্যাসি পার্সন , মুখ্য সংযোজক যোগাচার্য রাহুল সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শিলচর নিরাময় ইন্ডিয়ান যোগ অ্যাসোসিয়েসনের “মেম্বার ইনস্টিটিউশন” এবং উত্তর-পূর্বের মধ্যে আয়ুষ মন্ত্রক যোগ বোর্ডের স্বীকৃতিপ্রাপ্ত একমাত্র যোগ শিক্ষা সংস্থান।
নিরাময়ের শেখর চক্রবর্তী জানান, সঠিক যোগ প্রক্রিয়ার শিক্ষা ও তা নিয়মিত অনুশীলন এখন সমযের দাবি। শুধু পড়ুয়া নয়, শিক্ষক-অশিক্ষক কর্মচারী এমন-কি অভিভাবকদেরও যোগ সচেতনতা দরকার। কারণ, আজকের দিনে প্রতিযোগিতার দৌড়ে চাপ বাড়ছে ছেলেমেয়েদের। আর তাঁরা যাতে কোনওভাবেই পিছিয়ে না পড়ে, নিজেকে সম্পূর্ণ তৈরি করতে পারে কার্যত এই চাপে আক্রান্ত শিক্ষাগুরু সহ অভিভাবকরা। এমন পরিস্থিতিতে শারীরিকি ও মানসিকভাবে নিজেকে সুস্থ রাখতে যোগাভ্যাসের বিকল্প নেই।
ভারত সেবাশ্রম সংঘ এডুকেশন কাউন্সিল (উত্তর-পূর্ব)-এর কার্যকরী সভাপতি শেখর আরও বলেন যে, ইতিমধ্যে সংঘের বহু স্কুল শিলচর নিরাময়-স্কুল অব যোগ এডুকেশন-এর সঙ্গে “মউ”স্বাক্ষর করেছে। এর সুবাদে শুধু পড়ুয়ারাই উপকৃত হবে না, সুফল পাবেন শিক্ষক, অভিভাবকরাও। নিরাময় -এর যোগ চেতনা অভিযানের অন্তর্গত বিনামূল্যে যোগ প্রশিক্ষণ পাবেন তাঁরা। সমাজের প্রত্যেক স্তরের মানুষকে যোগ শিক্ষার প্রতি সচেতন হওয়ার আহবান জানান শেখর চক্রবর্তী।

