মহিশাষন-করিমগঞ্জ-শিলচর যাত্রীবাহী ট্রেন শুরু

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৮ জুলাই : বহু প্রতীক্ষার পর অবশেষে ভারত-বাংলা সীমান্তবর্তী মহিশাষনবাসীর স্বপ্ন পূরণ হল।  সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল মহিশাষন–করিমগঞ্জ–শিলচর যাত্রীবাহী রেল পরিষেবা। ৫৫৬৮৫ নম্বর ট্রেনটি মহিশাষন স্টেশন থেকে যাত্রা শুরু করে করিমগঞ্জ হয়ে শিলচরের উদ্দেশ্যে রওনা হয়, যা স্থানীয়দের কাছে এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠেছে।

রেল যাত্রার সূচনার এই দিনে মহিশাষন স্টেশনে ছিল উৎসবমুখর পরিবেশ। আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদরপুর অ্যারিয়া ম্যানেজার বীরেন্দ্র মিনা, জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, জেলা পরিষদ সদস্যা সাথী রায় কুরি, এবং স্থানীয় দাবি কমিটির নেতৃত্ব সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। এলাকার সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন এই ঐতিহাসিক মুহূর্তে।

এই রেল পরিষেবার পুনঃচালনার মাধ্যমে যেমন যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে, তেমনি আর্থ-সামাজিক ক্ষেত্রেও এক নতুন দিগন্তের সূচনা হবে বলে মনে করছেন স্থানীয়রা।

এই উদ্যোগের জন্য মহিশাষন এবং করিমগঞ্জবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে আসামের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মাকে, যাঁর প্রত্যক্ষ উদ্যোগে এই রেল পরিষেবা পুনরায় চালু হলো। ধন্যবাদ জানানো হয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, সাংসদ কণাদ পুরকায়স্থ এবং উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তবকে।

এখন থেকে প্রতিদিন সকাল ও বিকাল দু’বেলা মহিশাষন-করিমগঞ্জ-শিলচর এবং বিপরীত দিকে যাত্রীবাহী ট্রেন চলাচল করবে।

Spread the News
error: Content is protected !!