পাথারকান্দির কলকলিঘাটে ট্রেনে কাটা পড়ে মৃত্যু মহিলার
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : মালবাহী ট্রেনের চাকায় কাটা পড়ে এক মহিলার করুণ মৃত্যু ঘটেছে পাথারকান্দির কলকলিঘাটে। মৃত মহিলা কচুবাড়ি গ্রামের বাসিন্দা ৪২ বছর বয়সী মলিনা সিনহা। শুক্রবার দুপুরে তিনি কলকলিঘাট এলাকার রেল পথের পাশ দিয়ে হেঁটে যাবার সময়ে বদরপুর থেকে ত্রিপুরাগামী মালগাড়ির সংস্পর্শে এসে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান। পরে পাথারকান্দি সমজেলার এডিসি অদিতি নুনিসার উপস্থিতিতে বারইগ্রাম রেল পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীভূমি জেলা সদর হাসপাতালে পাঠিয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।