আইইডি বিস্ফোরণে শহিদ সিআরপিএফ জওয়ান অসমের বাসিন্দা মহেন্দ্র লস্কর

১১ অক্টোবর : মাওবাদী দমন অভিযান চলাকালীন আইইডি বিস্ফোরণে শহিদ হলেন এক সিআরপিএফ জওয়ান। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডে। শহিদ জওয়ান মহেন্দ্র লস্কর (৪৫) অসমের কামপুরের বাসিন্দা। তিনি সিআরপিএফের ৬০ নম্বর ব্যাটালিয়নের সদস্য ছিলেন।

সূত্রের খবর, শুক্রবার পশ্চিম সিংভূম জেলার জারাইকেলা থানার বাবুদেরা-সমতা এলাকায় মাওবাদী দমনে অভিযান শুরু করেছিল কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর একটি দল। অভিযান চলাকালীন মাওবাদীদের পুঁতে রাখা ‘ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস’ বা আইইডি বিস্ফোরণে গুরুতর জখম হন সিআরপিএফের হেড কনস্টেবল মহেন্দ্র লস্কর। এরপরই তড়িঘড়ি করে তাঁকে রাউরকেলার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। 

Spread the News
error: Content is protected !!