মহর্ষি বিদ্যামন্দিরে চক্ষুদান সচেতনতা ও পরীক্ষা শিবির ভ্যালি ভিউর

বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : ‘লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ’ এর পক্ষ থেকে শিলচরের মহর্ষি বিদ্যামন্দিরে দু’টি ভিন্ন চক্ষু সম্পর্কিত প্রকল্প আয়োজিত হয়। একটি ‘চক্ষুদান সচেতনতা কর্মসূচি’ অপরটি ‘দৃষ্টি পরীক্ষা শিবির।

চক্ষুদান সচেতনতা কর্মসূচিতে আলোচক হিসেবে ছিলেন শিলচরের প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডাঃ হেমন্তী চৌধুরী। তিনি চক্ষুদানের উপর পরামর্শমূলক আলোচনারও পরিচালনা করেন। বিদ্যালয়ের প্রধানশিক্ষিকা শমিতা দত্ত, ছাত্রছাত্রী ও শিক্ষকদের মধ্যে চক্ষুদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির এমন প্রচেষ্টাকে প্রশংসা করেন।

মহর্ষি বিদ্যামন্দিরে চক্ষুদান সচেতনতা ও পরীক্ষা শিবির ভ্যালি ভিউর

দ্বিতীয় পর্বে, ৫ম, ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য একটি ‘দৃষ্টি পরীক্ষা শিবির’ আয়োজন করা হয়, যেখানে চক্ষু বিশেষজ্ঞ ডাঃ হেমন্তী চৌধুরী, ডাঃ আশিক মঈন এবং অপ্টোমেট্রিস্ট ঈশা মজুমদার ২৪৪ জন ছাত্রছাত্রীদের চক্ষু পরীক্ষা করেন। এর মধ্যে ৯৪ জন ছাত্রছাত্রীর চোখে গুরুতর সমস্যা ধরা পড়ে এবং  চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাদের চৌধুরী চক্ষু হাসপাতালে বিনামূল্যে পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হবে। বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষিকা পারমিতা দাস চৌধুরী প্রকল্পটির দায়িত্বে ছিলেন এবং তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষিকা ডাঃ সুজাতা দত্তগুপ্ত, বিন্দু সিং, সোমা গুপ্ত, গায়ত্রী সিনহা, প্রিয়ঙ্কা দে, সুমিতকুমার দেওয়ানজি, বেবি সেন, গোপা রায় এবং অন্যান্যরা।ক্লাব ভ্যালি ভিউ-এর প্রকল্প চেয়ারপার্সন মিনারা লস্কর, পুষ্পাবতী রায় ও সাহিন আখতার প্রকল্পে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। দেবজ্যোতি দাস ট্রাস্টের পক্ষে কোরডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন।

ক্লাব ভ্যালি ভিউ-এর গাইডিং লায়ন সঞ্জীব রায় বিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান তাঁদের মহৎ সহযোগিতা ও সমর্থনের জন্য, যার ফলে এই ‘ভিশন চেক-আপ ক্যাম্প’ সফল হয়েছে। মিনারা লস্কর প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট-কে ধন্যবাদ জানান ছাত্রছাত্রীদের কল্যাণ ও আমাদের লক্ষ্য ‘প্রোপার ভিশন’ বাস্তবায়নে এগিয়ে আসার জন্য।

Spread the News
error: Content is protected !!