সোনাই রোডে গণেশ চতুর্থী মহোৎসবের সূচনা করলেন মহারাজ গণধিশানন্দজি
বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : সোনাই রোডে গণেশ চতুর্থী মহোৎসব শুরু হল। মঙ্গলবার সন্ধ্যায় ফিতা কেটে সোনাই রোড সর্বজনীন গণেশ পূজা কমিটির মণ্ডপ উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশনের মহারাজ গণধিশানন্দজি। এরপর তিনি পূজার্চনা করেন। পূজার্চনা শেষে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্যে মহারাজ গণেশ পুজোর বিভিন্ন তাত্মিক দিক তুলে ধরেন। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তা মিঠুন নাথ ও আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবতোষ চক্রবর্তী। বক্তব্যে মিঠুন নাথ বলেন, বিসর্জনে পরিবর্তন আনার আহ্বান জানান। তিনি ডিজে সংস্কৃতি ত্যাগ করে, ভারতীয় হিন্দু সংস্কৃতি বজায় রেখে বিসর্জন করার অনুরোধ রাখেন। অধ্যাপক দেবতোষ চক্রবর্তী গণেশ পূজার সামাজিক দিক নিয়ে আলোচনা করেন। মঞ্চে ছিলেন এলাকার বিশিষ্ট নাগরিক মন্টু দেব।
এ দিকে, গণেশ চতুর্থী মহোৎসব কেন্দ্র করে আলোয় সেজে উঠেছে সোনাই রোড। শনিমন্দির সংলগ্ন মণ্ডপে গণেশ পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে শনিবার পর্যন্ত। পুজো কমিটিতে উপদেষ্টা শ্যামল বণিক, সভাপতি মিঠুন দেব, সাধারণ সম্পাদক বাচ্চু পাল জানান, কর্মসূচিতে রয়েছে প্রতিদিন অঞ্জলী প্রদান দুপুর ১২টা থেকে। থাকছে প্রতিদিন নৃত্য প্রতিযোগিতা। প্রতিদিন মহাপ্রসাদ বিতরণ দুপুর বেলা। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় আরতী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শ্রীশ্রী গণেশবাবার শ্রীচরণে পুষ্পাঞ্জলি দেওয়া সহ অনুষ্ঠানে স্বপরিজন উপস্থিত থেকে আয়োজনকে সফল করে তোলার আহ্বান জানান তাঁরা। এবারের পুজো মণ্ডপের থিম করা হয়েছে ‘অপারেশন সিন্দুর’।
এ দিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিঙ্কু রায়, সুমন দে, বিল্টু পাল, সঞ্জয় সাহা, কুলু কংসবণিক ও যিশু দে (উপদেষ্টামণ্ডলী), দুই উপসভাপতি দিলীপ পাল ও পান্না ভৌমিক, দুই যুগ্ম সম্পাদক তাপস পাল ও প্রমোদ সাহু, দুই কোষাধ্যক্ষ সুমন দত্ত ও কুটন মালাকার প্রমুখ।