নামে নয়, শিলচরে খেলে  জিততে হবে : মহামেডান কোচ হাকিম

নামে নয়, শিলচরে খেলে  জিততে হবে : মহামেডান কোচ হাকিম

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ নভেম্বর : শিলচরে ক্যাপ্টেন এনএম গুপ্ত মেমোরিয়াল ট্রফিতে বৃহস্পতিবার মণিপুরের সেনাপতি এফ সি দলের বিরুদ্ধে ম্যাচ খেলতে মাঠে নামছে কলকাতার ঐতিহ্যবাহী দল মহামেডান স্পোর্টিং ক্লাব। সেনাপতি জেলার দলটি ইতিমধ্যে আইজল এফসির মতো একটা নামী দলকে পরাজিত করে ফাইনালের দিকে এক পা বাড়িয়ে রেখেছে। স্বাভাবিকভাবেই প্রথম ম্যাচে প্রচণ্ড চাপ নিয়ে নামতে হবে কলকাতার দলটিকে। 

মহামেডান দলটি বৃহস্পতিবার নিজেদের নাম ভরসায় খেলতে রাজি নয়। খেলা হবে মাঠে। একই কথা বললেন দলের সহকারী কোচ প্রাক্তন ফুটবলার ঘানার সুলে মুসা। কলকাতা ফুটবল লিগে যে দলটি অংশগ্রহণ করেছে, সেই দলের অধিকাংশ ফুটবলারকে নিয়ে শিলচরে এসেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। দলে চারজন ফুটবলার আছেন যারা আইএসএলে রেজিস্টার্ড, তবে এখনও পর্যন্ত কোন‌ও ম্যাচ খেলেননি। মহামেডানের মূল দলটি আইএসএলে খেলতে ব্যস্ত। তাই ক্যাপ্টেন গুপ্ত ট্রফিতে এসেছে রিজার্ভ দল। তারাও ভাল ফুটবল খেলবে বলে মনে করছেন হাকিম। বললেন, ‘কলকাতা লিগে খেলা একটি দলের ওপর আপনারা ভরসা রাখতে পারেন। আশা করি আমরা দর্শকদের ভাল ফুটবল উপহার দিতে পারব।’

বুধবার আইএসএল এর দল নর্থইস্ট ইউনাইটেড এফসি খাবি খেয়েছে মণিপুরের দল রায়েংদাইয়ের বিরুদ্ধে। স্বাভাবিকভাবে বৃহস্পতিবারের ম্যাচে মহামেডানও কি এরকম কোনও অঘটনের শিকার হয়? ব্যাপারটাকে মোটেও উড়িয়ে দিচ্ছেন না শিলচরে আসা মহামেডান ক্লাবের দলটির কোচ উগান্ডার হাকিম সেসেনগেন্ডো। অকপটে বললেন, নাম দিয়ে কাজ হবে না। মাঠেই খেলতে হবে আসল খেলা।

Author

Spread the News