বিদ্রোহীপার থেকে নিখোঁজ মাদ্রাসার ছাত্র
বরাক তরঙ্গ, ১৮ অক্টোবর : পূর্ব সোনাই থেকে নিখোঁজ হল মাদ্রাসার এক ছাত্র। বিদ্রোহীপার মাদ্রাসা থেকে দুপুরের খাবার খাওয়ার জন্য বের হলে আর ফিরে আসেনি৷ ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে। এরপর অনেক খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ কিশোরটি বিদ্রোহীপার গ্রামের বাসিন্দা আলম হুসেন লস্করের বছর চৌদ্দের ছেলে আফসার হুসেন লস্কর (মাসুদ)। মাসুদের বাবা কচুদরম থানায় নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করেছেন।
এ দিকে, তার সন্ধান পেলে 94013 79003 নম্বরে যোগাযোগ করার বিনম্র অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।

