১১ মাসে কোরান মুখস্থকারী তাজিমকে সংবর্ধনা মাদ্রাসা কর্তৃপক্ষের 

বরাক তরঙ্গ, ২ ডিসেম্বর : মাত্র ১১ মাসে হাফেজ। কাছাড়ের লাঠিগ্ৰাম ফয়জুল উলুম ইসলামিয়া মাদ্রাসার ছাত্র তাজিম উদ্দিন এত কম সময়ে কোরান কণ্ঠস্থ করেছেন। মাদ্রাসা কর্তৃপক্ষ তার এই মেধা ও প্রতিভার জন্য সংবর্ধিত করল। সোমবার সংবর্ধনা অনুষ্ঠান এবং দোয়া মহফিলের আয়োজন করা হয়। মাদ্রাসার অধ্যক্ষ মওলানা তাজ উদ্দিন বলেন, ছাত্র তাজিম মাত্র ১১ মাসে পবিত্র কোরান মুখস্থ করেছে।  মাদ্রাসার পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়।

এছাড়াও তিনি জানান, আগামী ৮ ফেব্রুয়ারি মাদ্রাসার বার্ষিক জলসায় তাকে সনদ দেওয়া হবে। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর দেওয়ারে মসজিদের ইমাম আলহাজ মওলানা আফজল হোসেন, শিলচর ইন্ডিয়া ক্লাব মসজিদের ইমাম আলহাজ মওলানা মাসুক আহেমদ, আলহাজ মওলানা সাদিক আহমেদ প্রমুখ।

Author

Spread the News