রামনগর পেছাডহর এলাকায় লো-ভোল্টেজ ও ঝুঁকিপূর্ণ তার, স্মারকপত্র এপিডিসিএল-কে
বরাক তরঙ্গ, ১৬ জুলাই : শিলচরের তারাপুর চতুর্থ খণ্ডের পেছাডহর এলাকায় দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভ্রাট, লো-ভোল্টেজ এবং ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের সমস্যা প্রকট হয়ে উঠেছে। এই সমস্যার স্থায়ী সমাধান ও দ্রুত পদক্ষেপের দাবিতে স্থানীয় বাসিন্দারা এপিডিসিএল (APDCL)-এর পানপট্টি সাব-ডিভিশনের সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার কাছে একটি লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, গত কয়েক মাস ধরে ওই অঞ্চলে বিদ্যুৎ চাপ (ভোল্টেজ) অত্যন্ত কম এবং সংযোগগুলো ঢিলে থাকায় জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর প্রভাবে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন ছাত্রছাত্রী, প্রবীণ নাগরিক, অসুস্থ ব্যক্তি এবং গৃহবধূরা।
এদিকে, প্রচণ্ড গরম লো ভোল্টেজ থাকার কারণে অনেক স্থানীয় লোকেরা অসুস্থ হয়ে আছেন। অভিযোগে আরও বলা হয়েছে, এলাকায় বাড়ি বাড়ি বিদ্যুৎ সংযোগে অনিয়ম ও এলটি লাইনে ঢিলেঢালা সংযোগ থাকার ফলে প্রায় প্রতিদিনই বিভ্রাট দেখা দিচ্ছে, যা অগ্নিকাণ্ডের ঝুঁকি সহ জীবনের নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলছে। স্থানীয়দের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা যেন দ্রুত এলাকা পরিদর্শন করেন এবং যথাযথ প্রযুক্তিগত পদক্ষেপ নেন। না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
এদিন স্থানীয় বাসিন্দাদের মধ্যে উপস্থিত ছিলেন আতাউর রহমান লস্কর, আজমল হোসেন লস্কর, হাফিজ আহমদ বড়ভূইয়া, নছির উদ্দিন বড়ভূইয়া, হোসেন আহমদ বড়ভূইয়া, রাকিব উদ্দিন চৌধুরী আনোয়ার হুসেইন বড়ভূইয়া প্রমুখ।