বার্মিজ গরু বোঝাই লরি আটক পাঁচগ্ৰাম পুলিশের, ধৃত চালক
এমএ লস্কর, বদরপুর।
বরাক তরঙ্গ, ৩১ ডিসেম্বর : বার্মিজ গরু বোঝাই লরি আটক করল পাঁচগ্ৰাম পুলিশ। পাশাপাশি চালককে গ্রেফতার করা হয়। মঙ্গলবার গোপন সূত্রের খবর পেয়ে পাঁচগ্ৰাম পুলিশ লরির পিছু ধাওয়া করলে কাটিগড়া গোবিন্দপুর এলাকার ঠাণ্ডাপুর গিয়ে আটক করতে সক্ষম হয়।
লরিতে ১০টি বার্মিজ গরু উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থল থেকে এএস ১১ এফসি ৫৫৮৬ নম্বরের লরি সহ ১০টি বার্মিজ গরু নিয়ে আসে পাঁচগ্ৰাম থানায়। আটক লরি চালক হলেন কাছাড়ের বড়যাত্রাপুরের আলিম উদ্দিনের ছেলে নুর আহমদ।