সড়কের গর্তে পড়ে বাইক থেকে পড়লে কলেজ ছাত্রীকে পিষে দিল লরি
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটল বদরপুর থানার অন্তর্গত মখইভাঙ্গা কান্দিগ্রাম ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে। গর্তে পড়ে প্রাণ হারালেন বদরপুর নবীনচন্দ্র কলেজের স্নাতক প্রথম সেমিস্টারের ছাত্রী টুপসি ভট্টাচার্য (১৮)। আহত হন তার সহপাঠী ও বাইকচালক জয়দীপ মালাকার (১৯)। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ। জানা গেছে, দরগা বাজার এলাকার বাসিন্দা জয়দীপ মালাকার তার বাইকে করে শ্রীগৌরী এলাকার টুপসি ভট্টাচার্যকে নিয়ে যাচ্ছিলেন। পথে মখইভাঙ্গা কান্দিগ্রাম ব্রিজের কাছে জাতীয় সড়কের একটি গর্তে বাইকটির চাকা পড়ে গেলে টুপসি ছিটকে রাস্তায় পড়ে যান। ঠিক তখনই উল্টো দিক থেকে আসা টিআর ০১ এভি ১৮০৮ নম্বরের একটি লরির মাঝের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
অন্যদিকে, দুর্ঘটনায় গুরুতর আহত জয়দীপ মালাকারকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর তাকে শিলচর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।
খবর পেয়ে বদরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টুপসির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠায় এবং দুর্ঘটনায় জড়িত বাইক ও লরিটি বাজেয়াপ্ত করে।
সূত্রে জানা গেছে, টুপসি ও জয়দীপ উভয়েই বদরপুর নবীন চন্দ্র কলেজের ছাত্রছাত্রী। প্রায় এক বছর আগে টুপসির বাব বাচ্চু ভট্টাচার্য্যের মৃত্যু হয়। তরুণীর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে শ্রীগৌরী ও বদরপুর এলাকা।
স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়কে নিম্নমানের কাজের ফলে নির্মাণের মাত্র দুই মাসের মধ্যেই বিভিন্ন স্থানে গর্ত তৈরি হয়েছে, যা একাধিক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। এক বাসিন্দা বলেন, “এটা জাতীয় সড়ক নয়, যেন গর্তের সারি। বারবার অভিযোগ জানালেও কর্তৃপক্ষ নীরব দর্শক হয়ে বসে আছে।”
টুপসির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার সহপাঠী, শিক্ষক-শিক্ষিকা, আত্মীয়-স্বজন এবং স্থানীয় বিশিষ্টজনেরা। পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।