লোয়াইরপোয়ায় ডাকাতের হানা,  মাথায় বন্দুক ঠেকিয়ে লুটপাট

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৬ মে : পাথারকান্দি কেন্দ্রের বাজারিছড়া থানার অন্তর্গত লোয়াইরপোয়া এলাকার শশিনগর গ্রামে ভয়ঙ্কর ডাকাতির ঘটনা ঘটল।  রবিবার গভীর রাতে সাতজনের একটি সশস্ত্র ডাকাত দল শৈলেন পাল ওরফে খোকা বাবুর ঘরে ঢুকে অস্ত্রের মুখে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে পালিয়ে যায়। রাত আনুমানিক দুটো নাগাদ দুষ্কৃতীরা বাড়ির দেয়াল টপকে ছাদের সিঁড়ি দিয়ে নিচে নেমে দরজায় আঘাত করতে থাকে। দরজা খুলতেই অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে ফেলে তারা। গৃহকর্তা খোকা বাবু ও তাঁর ছেলে সঞ্জয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে হুমকি দেয় ডাকাতরা। ভয় দেখিয়ে পরিবারের সকলকে হাত-পা বেধে ফেলে এবং চিৎকার না করার নির্দেশ দেয়।

এক পর্যায়ে সাহস করে প্রতিরোধের চেষ্টা করেন খোকা বাবু। তিনি এক ডাকাতের হাতে থাকা ধারালো ভোজালি ধরে ফেললে তাঁর হাত কেটে যায় এবং তিনি রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন।

সঞ্জয় পাল মিজোরামে ঠিকাদারির কাজ করেন, ঘটনার সময় বাড়িতেই ছিলেন। তিনি জানান, ডাকাতদের মধ্যে দু’জনের মুখ খোলা ছিল, বাকিদের মুখ ঢাকা ছিল এবং সকলের হাতে ছিল পিস্তল ও ধারালো অস্ত্র। ভাঙা হিন্দিতে ডাকাতরা সঞ্জয়কে জানায়, তার কাছে চার লক্ষ টাকা আছে—তা দিয়ে দিতে বলে। সঞ্জয় জানিয়ে দেন, তাঁর কাছে এত টাকা নেই।

লোয়াইরপোয়ায় ডাকাতের হানা,  মাথায় বন্দুক ঠেকিয়ে লুটপাট

পরে ডাকাতরা ঘরে তল্লাশি চালিয়ে নগদ প্রায় পনেরো হাজার টাকা, পাঁচ ভরি সোনা এবং দু’টি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। এমনকি এক মহিলার কানের দুল ও হাতের চুড়ি জোর করে খুলে নিতে গিয়ে তাঁকে আহতও করে।

ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় মোবাইল দু’টি হাতিখিরা হাসপাতালের সামনে ফেলে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোবাইল দুটি উদ্ধার করে। বর্তমানে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এবং দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেফতার করতে জোর তৎপরতা চালাচ্ছে।

লোয়াইরপোয়ায় ডাকাতের হানা,  মাথায় বন্দুক ঠেকিয়ে লুটপাট

বাজারিছড়া থানার ওসি নিলভজ্যাতি নাথ জানিয়েছে, ঘটনার প্রতিটি দিক গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং দুষ্কৃতকারীদের দ্রুত চিহ্নিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

Spread the News
error: Content is protected !!