পুর নিগমের সাফাই কর্মীদের মধ্যে কম্বল বিতরণ খোঁজের

বরাক তরঙ্গ, ৬ নভেম্বর : পুর নিগমের সাফাই কর্মীদের মধ্যে কম্বল বিতরণ করল অগ্রণী বেসরকারি সংস্থা খোঁজ শিলচর। বৃহস্পতিবার পুর নিগমে কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে সাফাই কর্মীদের হাতে প্রয়াত বিধায়ক চক্রবর্তী ও প্রিয়তোষ দেবের স্মৃতিতে ৪০ জনকে কম্বল দান করল খোঁজ শিলচর সামাজিক ক্রীড়া সাংস্কৃতিক সংস্থা। এতে উপস্থিত ছিলেন পুরনিগমের আধিকারিক সৃষ্টি সিং। তিনি বক্তব্যে খোঁজের প্রশংসা করেন। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খোঁজের মতো সংস্থাগুলি এগিয়ে আসা দরকার। 

এ দিন বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি ডাঃ মাসুম, সাধারণ সম্পাদক সজল লস্কর, বশির উদ্দিন, কামাল লস্কর, তাহেরা লস্কর, রাজা পাল, কমরুল ইসলাম, সুমন চক্রবর্তী প্রমুখ। এছাড়া পুর নিগমের প্রত্যেক সদস্য ধন্যবাদ জানান স্পনসর সুমন চক্রবর্তী।

এ দিকে, সাধারণ সম্পাদক সজল লস্কর জানান, এ বছর বিভিন্ন জায়গায় সংস্থার মারফতে ৫৮০০টি কম্বলে বিতরণ করার ইচ্ছা রয়েছে। এই কর্মসূচি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

Spread the News
error: Content is protected !!