লঙ্গাইভ্যালি আঞ্চলিক আমসুর সভা, যোগদান
বরাক তরঙ্গ, ১৭ আগস্ট : সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন এর করিমগঞ্জ জেলা আমসুর অধীনস্ত লঙ্গাইভ্যালি আঞ্চলিক আমসুর এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। জেলা কার্যকরী সভাপতি লোকমান আহমেদের সভাপতিত্ব সভায় সাংগঠনিক দীর্ঘ আলোচনা শেষে আমসুর কাজকর্মের প্রতি আপ্লুত হয়ে নতুন করে কিছু সদস্য আমসুতে যোগদান করেন। এবং এরা সবাই এক বাক্যে বলেন যে আমসুর সভাপতি রেজাউল করিম সরকারের হাতকে মজবুত করতে সর্বদা এগিয়ে থাকবে লোঙ্গাইভ্যালি আঞ্চলিক কমিটি। অবশেষে সভায় উপস্থিত সকলের সক্রিয় মরামর্শে এবং করিমগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায়, নিলামবাজার থানার ওসি মহোদয়ের সাথে আলোচনা করে শীঘ্রই মদ গাঁজা ইত্যাদি অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে সজাগতা সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিনের সভায় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজি সাদিক আক্তার, প্রচার সম্পাদক জমির উদ্দিন, জেলা আমসুর কার্যকরী সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক আফজল হোসেন তাপাদার, সহ-সভাপতি মাহমুদ হোসেন তাপাদার, লোকমান হোসেন সহ লঙ্গাইভ্যালি আঞ্চলিক সভাপতি সুলতান উদ্দিন, কার্যকরী সভাপতি নিয়াজ উদ্দিন,সাধারণ সম্পাদক সুলতান হোসেন তালুকদার ও সাহিন আহমেদ সহ আঞ্চলিকের বিভিন্ন পদের সদস্যবৃন্দ।