সোনাবাড়িঘাটে ফুটবল শুরু, উদ্বোধনী ম্যাচে জয়ী লোকনাথপুর

শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : শুরু হল সোনাবাড়িঘাটে ফুটবল টুর্নামেন্ট। মঙ্গলবার নিউ ইয়ংস্টার ক্লাব ও ভিডিপির আয়োজিত ফেরিঘাট সংলগ্ন মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জয়ী হল ধলাইয়ের লোকনাথপুর ইয়ং স্টার ক্লাব। তারা ১-০ গোলে হারায় সোনাবাড়িঘাট রক্ষা ফর সোসাইটিকে। ম্যাচের নির্ণায়ক গোলটি করেন ৩৭ মিনিটে রৌসিয়ামা। এরপর রক্ষা ফর সোসাইটি বারবার আক্রমণ করলেও খেলা সমতায় ফিরতে ব্যর্থ হয়। একইভাবে বেশ কয়েকটি সুযোগ পেলেও গোলের সংখ্যা বাড়াতে পারেনি লোকনাথপুর। অবশেষে ১-০ গোলে জয়ী হয়ে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে চলে যায় লোকনাথপুর ইয়ংস্টার।

এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন লোকনাথপুরের রৌসিয়ামা। তাঁর হাতে ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি রাকা মজুমদার, প্রাক্তন ডিএসও বদর উদ্দিন মজুমদার, সোনাই এপি সভাপতির প্রতিনিধি রিপন লস্কর ও স্পন্সর রাজিম উদ্দিন লস্কর।

সোনাবাড়িঘাটে ফুটবল শুরু, উদ্বোধনী ম্যাচে জয়ী লোকনাথপুর

উদ্বোধনী ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি রাকা মজুমদার, এপি সদস্য আমির হোসেন লস্কর, প্রাক্তন ডিএসও বদর উদ্দিন মজুমদার, এপি সভাপতির প্রতিনিধি মেহবুব আলম লস্কর (রিপন), বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম বড়ভূইয়া, সোনাবাড়িঘাট জিপি সভাপতির প্রতিনিধি সুমন রায়, ভিডিপির সভাপতি বাহারুল ইসলাম বড়ভূইয়া, নিয়াইরগ্রাম-বাগপুর জিপির গ্রুপ সদস্য রিজন আহমদ লস্কর সহ সোনাবাড়িঘাট জিপির তিন গ্রুপ সদস্য মহিবুল ইসলাম চৌধুরী (রকি), আশরাফুল হোসেন মজুমদার ও এসাম উদ্দিন লস্কর সহ আরও অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের উপদেষ্টা আশু চৌধুরী।

সোনাবাড়িঘাটে ফুটবল শুরু, উদ্বোধনী ম্যাচে জয়ী লোকনাথপুর

এদিন ম্যাচ পরিচালনা করেন শামিম আহমদ বড়ভূইয়া, ইজাজ আহমেদ লস্কর, প্রবীণ বর্মণ ও আনসার মিয়া।  আগামী বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

Spread the News
error: Content is protected !!