হাড্ডাহাড্ডি লড়াই করে মাতৃভূমি কাপের ফাইনালে লোকনাথপুর
স্পন্সররা সংবর্ধিত
কে দাশ, ধলাই।
বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : মাতৃভূমি কাপ ফুটবলের হাইভল্টেজ ফাইনালে আগামী ৭ সেপ্টেম্বর মুখোমুখি হবে লোকনাথপুর ইয়ংস্টার ও ইন্ডিয়ান এফসি। বৃহস্পতিবার দ্বিতীয় দল হিসাবে ফাইনালের ছাড়পত্র আদায় করে নেয় লোকনাথপুর।
ধলাইর বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমি-র উদ্যোগে স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে প্রতিপক্ষ টিএইচবি আর্জানপুর দলকে টাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে পরাস্ত করে ২০২৫ সালের মাতৃভূমি কাপ ফুটবলের ফাইনালে জায়গা করে নেয় লোকনাথপুর ইয়ংস্টার।
হাইভল্টেজ সেমিফাইনাল ম্যাচ উপভোগ করতে মাঠে উভয় পক্ষের সমর্থকরা ভিড় জমান। এদিন প্রথমার্ধের খেলা ছিল গোল শূণ্য, কোন দলই প্রথমার্ধের খেলায় গোল করতে সক্ষম হয়নি। টানটান উত্তেজনাপূর্ণ দ্বিতীয়ার্ধের খেলায়ও কোন গোল না হওয়ায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে রোমাঞ্চকর বিজয় হাসিল করে ফাইনালের ছাড়পত্র আদায় করে লোকনাথপুর ইয়ংস্টার।
এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন লোকনাথপুর দলের খেলোয়াড় গৌরব। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি ধলাই-নরসিংহপুর জেলা পরিষদ সদস্য পম্পী নাথ চৌধুরী, গঙ্গানগর-রুকনি জিলা পরিষদ সদস্য মিহিরকান্তি রায়, প্রদেশ কংগ্রেস মুখপাত্র সঞ্জীব রায় (চিন্টু)। উল্লেখ্য এদিন খেলা পরিচালনা করেন শামিম আহমেদ বড়ভূইয়া, শঙ্কর ভট্টাচার্য, কমরুজ্জামান লস্কর ও রেফারি হিসাবে উপস্থিত ছিলেন সিদ্দিক আলম লস্কর।
এদিন আয়োজক সংস্থার পক্ষ থেকে টুর্নামেন্টকে সফল করে তুলতে সহযোগিতার জন্য স্পন্সরদের সংবর্ধিত করা হয়। আয়োজক মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি সীতাংশু দাস জানান, টুর্নামেন্টের হাইভল্টেজ ফাইনাল আগামী ৭ সেপ্টেম্বর রবিবার অনুষ্ঠিত হবে, মুখোমুখি হবে ইন্ডিয়ান এফসি ও লোকনাথপুর ইয়ংস্টার। তিনি জানান এদিন দুপুর ১ টায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ঝুমুর নৃত্য। তাছাড়াও ধামাইল নৃত্য, বিহু নৃত্য, ঊড়িয়া নৃত্য, ডিমাসা নৃত্য, মণিপুরী নৃত্য সহ মাতৃভূমি সামাজিক সংস্থার মহিলা ফুটবলাররা নৃত্য পরিবেশন করবে। সীতাংশুবাবু জানান, খেলা শুরু হবে বিকাল ৩ ঘটিকায়, খেলা শেষে থাকছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
ফাইনাল খেলায় উপস্থিত থাকবেন বিজেপির জেলা সভাপতি রূপম সাহা, ধলাইর বিধায়ক নীহাররঞ্জন দাস, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ধলাই সমজেলার আয়ুক্ত রক্তিম বরুয়া, অ্যাসিস্টেন্ট কমিশনার দীক্ষা সরকার, সমজেলার সিডিএসপি প্রদীপ কোঁয়র, কাছাড়ের অ্যাসিস্টেন্ট কমিশনার নিহাত হালই, কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান কঙ্কন নারায়ণ সিকদার, জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সভাপতি বাবুল হোড় সহ স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিরা। ফাইনাল ম্যাচকে সুন্দর ও সাফল্য মণ্ডিত করে তোলার জন্য ফুটবল প্রেমী দর্শকদের সক্রিয় অংশগ্রহণ কামনা করেছেন মাতৃভূমি-র সভাপতি সীতাংশু দাস। উল্লেখ্য, সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজকর্মী কমলেশ দাশ।