লোয়াইরপোয়া এপি সভাপতি সজল, সহ-সভাপতি রঞ্জিত, সংবর্ধনা ও বিজয় মিছিল

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৮ জুলাই : শুক্রবার লোয়াইরপোয়া ব্লক আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠিত হয়।লোয়াইরপোয়া ব্লকে বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় সভাপতি ও সহ-সভাপতির মনোনয়ন হল। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী এদিন স্থানীয় ব্লক কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই গুরুত্বপূর্ণ সভা, যেখানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট এপি সদস্য, সরকারি আধিকারিক এবং রাজনৈতিক দলের প্রতিনিধি। মোট ১২ জন এপি সদস্য পদের মধ্যে ১১ জন ছিলেন বিজেপি দলের এবং কেবলমাত্র একজন ছিলেন কংগ্রেসের। এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার প্রেক্ষিতে বিজেপির পক্ষে সর্বসম্মতভাবে কুকিতল জিপির এপি সদস্য সজল কুর্মীকে ব্লক সভাপতি এবং রাধাপ্যারী জিপির এপি সদস্য রঞ্জিত বৈদ্যকে সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়। শপথ বাক্য পাঠ করান দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিক কর্মকর্তারা। উপস্থিত ছিলেন বিভাগীয় পর্যবেক্ষক তথা অ্যাসিস্টেন্ট কমিশনার রূপক মজুমদার এবং লোয়াইরপোয়া ব্লকের বিডিও যুগান্তর কানোয়ার।

লোয়াইরপোয়া এপি সভাপতি সজল, সহ-সভাপতি রঞ্জিত, সংবর্ধনা ও বিজয় মিছিল

বোর্ড গঠনের পর লোয়াইরপোয়া বিজেপি ব্লক মণ্ডল কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নবনির্বাচিত সভাপতি, সহ-সভাপতি এবং এপি সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় পরিয়ে সম্মাননা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি সজল কুর্মী, সহ-সভাপতি রঞ্জিত বৈদ্য, জেলা বিজেপির সহসভাপতি হৃষীকেশ নন্দী, জেলা সম্পাদিকা রেনুকা সিনহা, দলের দুই প্রভারী তথা জেলা বিজেপির সাধারণ সম্পাদক দীলিপ দাস ও মিডিয়া মিডিয়া ইনচার্জ পিন্টু দাস লোয়াইরপোয়া জেলা পরিষদ সদস্য স্বপন দাস, লোয়াইরপোয়া মণ্ডল বিজেপির সহ সভাপতি কিশোর চৌধুরী মণ্ডল সাধারণ সম্পাদক ধ্রুব চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির বিভিন্ন স্তরের নেতাকর্মী কর্মী ও জেলা নেতৃত্ব। সংবর্ধনা অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সভাপতি ও সহসভাপতিকে বর্ণাঢ্য মিছিল সহকারে নিজ নিজ গ্রাম পঞ্চায়েত এলাকায় নিয়ে যাওয়া হয়। মিছিলে অংশগ্রহণ করে স্থানীয় জনগণ, বিজেপি কর্মী ও সমর্থকেরা, যা গোটা অঞ্চলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

লোয়াইরপোয়া এপি সভাপতি সজল, সহ-সভাপতি রঞ্জিত, সংবর্ধনা ও বিজয় মিছিল

এপি সদস্য ও সদস্যাদের মধ্যে উপস্থিত ছিলেন আনন্দ পাশী (সলগই জিপি) লাভলি মালাকার (বালিপিপলা জিপি) সাবিত্রী সিংহ (বাজারিছড়া জিপি) রঞ্জিত বৈদ্য (রাধাপ্যারী জিপি) সুলেখা তেলি (হাতিখিরা জিপি) শাহজাহান হোসেন (খাগড়াবাজার জিপি) রুবিয়া বেগম (ইচাবিল জিপি) বাপ্পা নমঃশূদ্র (লোয়াইরপোয়া জিপি) বিজয়লক্ষ্মী যাদব (চাঁন্দখিরা-মেদলি জিপি) সুলতানা খানম (বাঘন জিপি) সজল কুর্মী (কুকিতল জিপি) কাঁওসারা বেগম (ঝেরঝেরি জিপি)।

Spread the News
error: Content is protected !!