কালাইনের বেহাল সড়ক নিয়ে জনদুর্ভোগ চরমে, কৌশিক রায়ের সঙ্গে বৈঠক স্থানীয়দের
অনিতা পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : চরম বেহাল জোয়াই-বদরপুর ৬ নম্বর জাতীয় সড়কের কালাইনবাজার এলাকা। এ ছাড়াও কালাইন-ডিগাবর রোড থেকে লক্ষীপুর প্রথম খণ্ড পর্যন্ত দীর্ঘ পথজুড়ে খানাখন্দে ভরা রাস্তা, পাশাপাশি কালাইন-শিলচর সড়কের কালাইনবাজার তেমাথা থেকে টিকরবুরুঙ্গা (পাদ্রিটিলা) পর্যন্ত অংশের অবস্থা আরও শোচনীয়। বেহাল সড়কের হাল ফেরানোর দাবি নিয়ে মঙ্গলবার কালাইন থেকে এক প্রতিনিধি দল বরাক উপত্যকা উন্নয়ন, খনি ও খনিজ সম্পদ এবং খাদ্য ও গণবন্টন বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিজেপি কাছাড় জেলা সহ-সভাপতি বিপ্লবকান্তি পাল। দলটির সঙ্গে উপস্থিত ছিলেন শিলচর জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক সন্দীপ দাস, বিজেপি নেতা অমিতাভ চক্রবর্তী, শুভদীপ শর্মা, প্রতাপরঞ্জন দাস, কেশব দে, ধ্রুবজ্যোতি চক্রবর্তী প্রমুখ। তাঁরা কালাইন ও আশপাশের সড়ক গুলোর বেহাল অবস্থা তুলে ধরে মন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি, দিগরখাল শিবনগরের একটি সেতুর নড়বড়ে অবস্থার কথাও আলোচনায় উঠে আসে।
মন্ত্রী কৌশিক রায় পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে তাৎক্ষণিকভাবে পূর্ত বিভাগ এবং এনএইচআইডিসিএল কর্তৃপক্ষের সঙ্গে মোবাইলে যোগাযোগ করেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুর্গাপুজোর আগে কালাইন অঞ্চলের রাস্তা মেরামতের নির্দেশ দেন।
এদিন প্রতিনিধি দল কালাইন সত্যরঞ্জন সিনিয়র সেকেন্ডারি স্কুলের প্রাদেশিকীকরণের বিষয়েও মন্ত্রীর সহায়তা প্রার্থনা করে। এবিষয়ে মন্ত্রী প্রতিশ্রুতি দেন যে, তিনি স্কুল কর্তৃপক্ষকে শিক্ষামন্ত্রী রনোজ পেগুর সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেবেন।