ধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্তের জানাজা গ্রামে করতে দেননি স্থানীয়রা
বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : ধিং কিশোরী ধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত তফুজ্জুল ইসলামের জানাজা করতে দেননি বারভেট গ্রামের মানুষ। তাদের জানাজায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি এবং গণকবরে দাফন করার অনুমতি দেয়নি স্থানীয়রা।
গ্রেফতারকৃত তফজুলের পরিবারকে গ্রামবাসীর সিদ্ধান্ত অনুযায়ী একঘর করে রাখা হয়েছে। অন্য একটি সূত্র জানায়, গ্রামবাসীদের মধ্যে দুটি দল তৈরি হয়েছে। একটি দল অনুমতি দিতে অস্বীকার করলেও অন্য দলটি জানাজায় উপস্থিত ছিল বলে জানায়। এখন পুরো বিষয়টিই ঝাপসা।
এদিকে, শুক্রবার গভীর রাতে পুলিশ হেফাজত থেকে পালিয়ে সে ঝাঁপ দিয়েছিল পুকুরে। শনিবার সকালে সেই পুকুরে ডুবুরী নামিয়ে উদ্ধার করা হয়ে অভিযুক্তের দেহ।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় সাইকেলে চেপে টিউশন থেকে বাড়ি ফিরছিল ১৪ বছর বয়সী এক কিশোরী। সেই সময়েই তিন যুবক একটি নির্জন এলাকায় মেয়েটির পথ আটকায়। পাশেই একটি পুকুর পাড়ে টেনে হিঁচড়ে মেয়েটিকে নিয়ে গিয়ে তিন যুবক গণধর্ষণ করে বলে অভিযোগ। মেয়েটির বাড়ি ফিরতে দেরি হওয়ায় খোঁজ খবর শুরু করে পরিবারের লোকেরা। পরে তাঁরা জানতে পারেন একটি পুকুরের ধারে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছে সে। সেখান থেকে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় স্থানীয় হাসপাতালে। ওই ঘটনার তদন্তে নেমে শুক্রবারই এক জনকে গ্রেফতার করে নগাঁও জেলা পুলিশ।