শিলচর রামগড় এলাকা থেকে বিতর্কিত রুবি ওয়াইন শপ সরানোর দাবিতে সরব স্থানীয়রা

বরাক তরঙ্গ, ২০ জুন : আগামী ১৫দিনের সময়সীমা বেধে দিয়ে ন্যাশনাল হাইওয়ে সংলগ্ন রামগড় এলাকার বিতর্কিত রুবি ওয়াইন শপ অন্যত্রে স্থানান্তরিত করার দাবিতে শুক্রবার কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদবের হাতে একটি স্মারকলিপি তুলে দিলেন বৃহত্তর আশ্রম রোড, তপোবন নগর ও বিশফুটি সহ ন্যাশনাল হাইওয়ের রামগড় এলাকার জনগণ। উল্লেখ্য, এলাকার বিতর্কিত রুবি ওয়াইন সোপ অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে স্থানীয়রা দীর্ঘদিন ধরে নানা সভা-সমিতি সহ বিভিন্ন ভাবে আন্দোলন চালিয়ে আসছেন। স্থানীয়রা তাঁদের সমস্যা ও এলাকার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে প্রশাসন সহ নেতা-মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি তুলে ধরার পরও রুবি ওয়াইন শপ আজও এলাকায় বহাল রেখে মদের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে।ফলে দিনের পর দিন এলাকায় নোংরা পরিবেশ সৃষ্টি হওয়ার পাশাপাশি এলাকায় গড়ে উঠেছে জুয়া সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ। জনগণের চাপে পড়ে এলাকার অবৈধ মদের দোকান উঠিয়ে নিলেও রুবি ওয়াইন শপ স্থানীয়দের কাছে এক বিশাল সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি নাগলের বাইরে যাওয়ায় স্থানীয়দের পিঠ আজ দেয়ালে এসে ঠেকেছে। এলাকার বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে সৎসঙ্গ আশ্রম রোড, তপোবন নগর ও বিশফুটি সহ ন্যাশনাল হাইওয়ে রামগড় এলাকার জনগণ ১৫দিনের সময়সীমা বেধে দিয়ে শুক্রবার কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদবের হাতে একটি স্মারকলিপি তুলে দিয়ে বিতর্কিত রুবি ওয়াইন সোপকে অন্যত্র স্থানান্তরিত করার জোরালো দাবি জানিয়েছেন।

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এলাকার ভুক্তভোগী নাগরিকরা জানান, রুবি ওয়াইন শপ এলাকায় দীর্ঘদিন ধরে মদের সাম্রাজ্য চালিয়ে যাচ্ছে। নিত্যদিন সন্ধ্যায় রুবি ওয়াইন শপে মদ্য প্রেমী মানুষ ভিড় জমিয়ে পরিশ্রমের উপার্জন অর্থ মদের বোতল কেনায় খরচ করে নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরছেন। ফলে পারিবারিক অশান্তি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি রাস্তায় চলাফেরা করতে গিয়ে বিভিন্ন পড়ুয়া সহ মহিলাদের নানা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। রুবি ওয়াইন শপে সন্ধ্যা হতেই মদের মেলা বসে, বাইরে থেকে বিভিন্ন যুবকরা সেখানে উপস্থিত হয়ে খোলা আকাশের নিচে মদপান করছেন। শুধু তাই নয় মদে পান করে নেশাগ্রস্ত হওয়ায় তরুণ প্রজন্মও সমাজের মূল স্রোত থেকে ভূল পথে পরিচালিত হচ্ছে। শুক্রবার এলাকার বর্তমান পরিস্থিতি সহ বিভিন্ন সমস্যার কথা প্রশাসনের নজরে এনে বৃহত্তর এলাকার নাগরিকরা রুবি ওয়াইন শপ অন্যত্র স্থানান্তরিত করার দাবিতে প্রশাসনকে আগামী ১৫দিনের সময়সীমা বেধে দিয়েছেন। এরপরও যদি তাঁদের এই দাবি পূরণ না হয় তাহলে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এলাকার জনগণ নিজের দায়িত্বে রুবি ওয়াইন শপ সরিয়ে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। এতে এলাকার আইনশৃঙ্খলা বিঘ্নিত হলে স্থানীয় প্রশাসন এর দায়ী থাকবে বলেও এদিন সাফ জানিয়েছেন তাঁরা।

শিলচর রামগড় এলাকা থেকে বিতর্কিত রুবি ওয়াইন শপ সরানোর দাবিতে সরব স্থানীয়রা
Spread the News
error: Content is protected !!