শিব কোলোনির ৮৪ জন বৈধ নাগরিকদের সরকারি পাট্টা প্রদানের দাবি স্থানীয়দের
বরাক তরঙ্গ, ৩১ জুলাই : বৃহস্পতিবার শিলচর রাঙ্গিরখাড়ীর শিব কোলোনির ৮৪ জন বৈধ নাগরিকদের সরকারি পাট্টা প্রদানের দাবিতে উন্নয়ন ভবনে গিয়ে উক্ত বিভাগের এডিসি খালেদা সুলতানা আহমেদ বড়ভূইয়া সঙ্গে কার্যালয়ে গিয়ে দেখা করে বিষয়টি তুলে ধরেন স্থানীয় কাজল রায়, লিপিকা রায়, বাসুদেব সাহা, রত্না হালদার, ধনঞ্জয় মালাকার, পিঙ্কু রায়, বীরেশ্বর সাহা প্রমূখেরা।
তা্রা সাংবাদিকদের জানান, এই ৮৪ জন শিব কলোনির বাসিন্দা সরকারি পাট্টা না পাওয়াতে কোনও ধরনের ঘর-বাড়ি নির্মাণের কাজ করাতে পারছেন, প্রচুর অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে,তাই এই ৮৪টি পরিবারকে জমির সরকারি পাট্টা প্রদানের জন্য বরাকের উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, রাজ্যসভার সদস্য কণাদ পুরকায়স্থ, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে একটি করে সম্পূর্ণ বৈধ নথিপত্র সহ আবেদনপত্র জমা দিবেন, এবং আশা রাখেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার সাহায্যের জন্য অনুরোধ করেন।