লোডশেডিং বেড়েই চলেছে, নাজেহাল

বরাক তরঙ্গ, ৪ আগস্ট, সোমবার,
গ্রাম শহরে বিদ্যুতের লোডশেডিং বেড়েই চলেছে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুতের দেখা নেই। অথচ সরকার চব্বিশ ঘণ্টা বিদ্যুতের স্লোগান দিয়ে মসনদে আসীন হয়েছিল। কিন্তু বিদ্যুৎ সমস্যার কোনও সুরাহা হয়নি।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ব্যর্থ। বর্তমান সময়ে মানুষের জীবনযাপনে এক গুরুত্বপূর্ণ দিক। বৈদ্যুতিক বাহন বের হলে অতি সাধারণ মানুষের জীবিকার সঙ্গে জড়িয়ে গেছে বিদ্যুৎ।  বর্তমানে গ্রাম শহরে ইলেক্ট্রিক অটোর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শিক্ষিত বেকাররা সেটাকে জীবিকার মাধ্যম হিসেবে নিয়েছেন। আর এই অটো চলে বিদ্যুতের উপর নির্ভর করে। অনিয়মিত বিদ্যুৎ ও তীব্র লোড শেডিঙে তাঁরা তাদের বাহন চার্জ করে তুলতে পারছেন না। শুধু তা নয়,  ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ছাত্রছাত্রীদের পড়াশোনা, ছোট ও মাঝারি শিল্প কারখানা, ব্যবসায়িক প্রতিষ্ঠান ইত্যাদিতে চরম অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বিশেষ করে অসুস্থ রোগী ও বৃদ্ধ মানুষ নাজেহাল হচ্ছেন।

বিশেষ করে গ্রামাঞ্চলে থাকা সাবডিভিশনের আর তীব্র। ২৪ ঘণ্টার মধ্যে সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ হয় কি না সন্দেহ রয়েছে। আর এই সমস্যা গরম ও বৃষ্টির দিনে বিদ্যমান।

Spread the News
error: Content is protected !!