২০ জন বিশিষ্ট শিক্ষককে সংবর্ধনা জ্ঞাপন লায়ন্স ভ্যালি ভিউর
বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : ‘লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ’ শিক্ষক দিবস উপলক্ষে ২০ জন বিশিষ্ট শিক্ষককে (অবসরপ্রাপ্ত ও বর্তমান) সংবর্ধনা জ্ঞাপন করেছে। সহ-সভাপতি সায়েদ আহমেদ বড়ভূইয়ার নেতৃত্বে একদল সদস্য গণিরগ্রামের JRHS স্কুলে ভারতরত্ন সর্বপল্লী রাধাকৃষ্ণণের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং বিদ্যালয়ের ২ জন শিক্ষককে সম্মানিত করেন। পরবর্তীতে, সম্পাদক অনুপ রায়ের নেতৃত্বে ক্লাব ভ্যালি ভিউ-র একটি দল বিসফুটি, শিলচরের জ্ঞানজ্যোতি মাল্টিপারপাস পাবলিক স্কুলে, যেখানে ক্লাবের কেন্দ্রীয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এবং রাধাকৃষ্ণণের জন্মদিন উপলক্ষে জন্মদিনের কেক কেটে অনুষ্ঠান শুরু করেন। সেই বিদ্যালয়ের আরও সাতজন শিক্ষককে সংবর্ধনা জ্ঞাপন করা হয় এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয়।

এছাড়াও, ক্লাব সভানেত্রী বান্দিতা ত্রিবেদী রায়, সুবীর দে, পুষ্পাবতী রায়, সঞ্জীব রায় ও প্রকল্প চেয়ারম্যান প্রসান্ত ভট্টাচার্য ১১ জন বর্তমান ও অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে গিয়ে তাঁদের গর্ব ও সম্মানের সঙ্গে সংবর্ধিত করেন। শিক্ষকদের বাড়িতে গিয়ে সংবর্ধনা জ্ঞাপনের ক্ষেত্রে পুষ্পাবতী রায় অগ্রণী ভূমিকা গ্রহণ করেন এবং পুরো কার্যক্রমকে সামনে থেকে নেতৃত্ব দেন। ক্লাব ভ্যালি ভিউ বিশ্বাস করে যে— “শিক্ষকরাই জাতির নির্মাতা” এবং তাঁদের অভিভাবকত্ব ব্যতীত নাগরিক সমাজের অগ্রগতি সম্ভব নয়।