লায়ন্স ভ্যালি ভিউর স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির

বরাক তরঙ্গ, ১০ আগস্ট : লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ একটি বিনামূল্যে মেগা হেলথ কেয়ার ও স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং ছানি রোগ নির্ণয় ও চোখের পরীক্ষার আয়োজন করে। এটি যৌথভাবে আয়োজন করা হয়েছিল ইয়ুথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি) ধলাই বিধানসভা কমিটির সঙ্গে। চোখের পরীক্ষার সহযোগী সংস্থা ছিল প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট। ধোলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জিবনগ্রামের, পূর্ব গোজালঘাট প্রাথমিক বিদ্যালয়ে, এই সফল শিবিরটি অনুষ্ঠিত হয়। প্রায় ৫০০ জন মানুষ এই বিনামূল্যের স্বাস্থ্যসেবার সুবিধা গ্রহণ করেন।সাধারণ চিকিৎসা বিভাগের রোগীদের পরীক্ষা করেন ডাঃ কেশব পাতিকার (শিশু বিশেষজ্ঞ), ডাঃ দেবশুভ্র কুণ্ডু (দাঁতের), ডাঃ কিশোর আচার্য্য (সাধারণ চিকিৎসক , জিপি), ডাঃ কৌশিক চৌধুরী (আয়ুর্বেদিক ও ডায়াবেটিস), এবং ডাঃ আশুতোষ উপাধ্যায় (চক্ষু)। চক্ষু রোগ সংক্রান্ত রোগীদের পরীক্ষা করেন। সহযোগিতায় ছিলেন অপটোমেট্রিস্ট রাকেশ ত্রিপুরা। রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়, যা স্পন্সর করেন ক্লাব ভ্যালি ভিউ-এর সম্পাদক ডাঃ অনুপ রায়।চক্ষু-সম্পর্কিত মোট ১০১ জন রোগীর মধ্যে ২৯ জনের ছানি ধরা পরে এবং তাদের বিনামূল্যে চৌধুরী আই হাসপাতাল-এ (প্রতিনিধি: প্রিয়ন চৌধুরী) , বিভিন্ন ধাপে, এক সপ্তাহের মধ্যে  বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে।

লায়ন্স ভ্যালি ভিউর স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির

নমশূদ্র পরিষদ এই মেগা কর্মসূচি আয়োজনে সাহায্য করে, যেখানে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন লোকনাথ দেবরায়, দিলীপ রায়, সুজিত রায় ও অন্যান্যরা। ইয়াসি-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন জ্যোতিন্দ্র রায়, জলি রায়, জ্যোতিষ রায়, দিনেশ রায় এবং পিনালি রায়। গাইডিং লায়ন সঞ্জীব রায় ও সম্পাদক ডাঃ অনুপ রায় সকল সহযোগী সংস্থা এবং জিবনগ্রামের স্থানীয় বাসিন্দাদের এই মহৎ কাজে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানান। লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সামসুল ইসলাম, সাহিন লস্কর ও সন্দীপ শিল।

Spread the News
error: Content is protected !!