কালীপুজোয় সেরা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত লায়ন্সের শিলচর ভ্যালি ভিউ-র

কালীপুজোয় সেরা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত লায়ন্সের শিলচর ভ্যালি ভিউ-র

বরাক তরঙ্গ, ৪ অক্টোবর : ২০২৪-২৫ লায়নিস্টিক বছরের জন্য ‘লায়ন্স ক্লাব ওব শিলচর ভ্যালি ভিউয়ের’ প্রথম পরিচালনা পর্ষদের সভা দুর্গানগর তারাপুরে অনুষ্ঠিত হয়।
সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়ের সভাপতিত্বে সভায় গাইডিং লায়ন ও জোন চেয়ারপারসন সঞ্জীব রায়, সহ-সভাপতি অশোক বৈদ্য প্রমুখ উপস্থিত ছিলেন। ২০০২৪ সালের অক্টোবর মাসের জন্য ক্লাবের বিভিন্ন কার্যক্রম এবং প্রকল্প গ্রহণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে দুর্গাপূজার আগে দরিদ্রদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ, দুটি ক্ষুধা ত্রাণ প্রকল্প, পানীয় জল বিতরণ প্রকল্প, শারদিয়া উৎসব আয়োজন ইত্যাদি। তাছাড়া এই বছর ‘ক্লাব ভ্যালি ভিউ’ , পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলার ভিত্তিতে , শিলচর শহরের তিনটি সেরা কালীপূজা কমিটিকে পুরস্কার দেবে।

ক্লাবের প্রশাসক সাঈদ আহমেদ বারভূইয়া, প্রনয় নাগ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং বিভিন্ন দিক নির্দেশনা দেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৌরভ সেন, মীনারা বেগম লস্কর, পুষ্পাবতী রায়, আব্দুল মতিন খান, শিপ্রা বৈদ্য প্রমুখ যারা বিভিন্ন প্রস্তাব ও পরামর্শ তুলে ধরেন। যুগ্ম সম্পাদক মৃন্ময় রায় ধন্যবাদ জ্ঞাপন করেন এবং জাতীয় সঙ্গীতের পর সভানেত্রী সভা মুলতবি করেন।

কালীপুজোয় সেরা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত লায়ন্সের শিলচর ভ্যালি ভিউ-র

Author

Spread the News