লায়ন্সের ত্রাণ সামগ্রী বিতরণ শ্রীভূমির গ্রামে

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৬ জুন : জেলায় বন্যার জল কমলেও নিচু এলাকায় এখনও মানুষ গৃহবন্দি। এই গৃহবন্দি মানুষের পাশে দাঁড়ালো লায়ন্স ক্লাব অব শ্রীভূমি ও লিও ক্লাব অব ইয়ুথ। শ্রীভূমি জেলার তিনঘড়ি ও প্যাটেলনগর গ্রামের বন্যাক্রান্ত ১৮০টি পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করে। খাদ্যসামগ্রীর প্যাকেটে ছিল মুড়ি, চিঁড়ে, গুড়, বিস্কুট, সয়াবিন, চা পাতা, বনসাবান, কাপড় ধোয়ার সাবান, সার্ফ, মশার ধূপ ইত্যাদি।

ক্লাবের সভাপতি লায়ন সঞ্চয়িতা দেব বন্যাক্রান্তদের উদ্দেশ্যে বলেন, তারা তাদের সাধ্য অনুযায়ী এই ত্রাণের ব্যবস্থা করেছেন এবং তাঁদের যুব সংগঠন লিও ক্লাব অব শ্রীভূমি ইয়ুথ এই ত্রাণ কার্যক্রমে সম্পূর্ণ সহায়তা করেছে।

লায়ন্স ক্লাবের জনসংযোগ আধিকারিক লায়ন শিখা দে জানান, এই ত্রাণ কার্যক্রমে লায়ন সদস্য সম্পাদক নরেন্দ্র বনিক, প্রকল্প আধিকারিক পীযুষ শুক্লবৈদ্য, বিশ্বনাথ দেব ও লিও  সোহান, শ্রীনাথ, বিপ্লব, প্রান্ত, সুমিত, স্বরাজ, ঋদ্ধি, সুনন্দা, অস্মিতা উপস্থিত ছিলেন।

লায়ন্সের ত্রাণ সামগ্রী বিতরণ শ্রীভূমির গ্রামে
Spread the News
error: Content is protected !!